“বীরাঙ্গনা সমগ্র ২" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
‘একাত্তর আমার গর্ব-একাত্তর আমার অহংকার-একাত্তর আমার বেঁচে থাকার আশ্বাস। আর এই একাত্তরই হলাে আমার জীবনের সর্বহারা, সর্বনাশা। ...নিজের তাগিদেই সবাই হাজির যুদ্ধের ময়দানে। ঠিক তেমনি আমি এক হতভাগিনি নারী। যার নামের আগে মুক্তিযােদ্ধা না হয়ে হইছে বীরাঙ্গনা। পুরুষদের সঙ্গে ঝাপিয়ে পড়েছি পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য। তখন ভুলে গিয়েছিলাম আমি কে, কী আমার পরিচয়? শুধু জানতাম এদেশ শুধু আমার, আমার মায়ের ভাইয়ের বােনের আর বাবার। যে-দেশের জন্য আমি সব দিলাম, সে-দেশ আমার কাছ থেকে সব নিয়ে গেল। জলময় হাওড়-বাঁওড়ে, দুর্গম পার্বত্য অঞ্চলে ট্রেনে, বাসে, মােটরসাইকেলে, ভ্যানে, নৌকায়, হেঁটে তার কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তথ্যসংগ্রহের ক্ষেত্রে তিনি অটল ধৈর্যের পরিচয় দিয়েছেন। কারাে কারাে সাক্ষাঙ্কার নিতে তাকে ১০/১২ দফা ধারণা দিতে হয়েছে, কারণ বীরাঙ্গনা তাে উঁচুতলার কেউ নয় যে সুসজ্জিত ড্রয়িংরুমে বসে সাক্ষাঙ্কার দেবে। তারা কেউ। ছিন্নমূল, ভিখারিনি, উকাৰ পৰাগাক্রান্ত। আবার কেউ। কেউ তথ্য সংগ্রাহকের প্রতি দুর্ব্যবহার করেছে কেউবা অশ্রাব্য গালিগালাজ কতেও কুষ্ঠিত হয়নি। কোনাে। পুরুষ দ্বারা বীরাঙ্গনাদের একান্ত গােপনীয় ও। অবমাননাকর তথ্যাদি সংগ্রহের দুঃসাধ্য কর্মটি সম্ভব। হতাে না সুরমা জাহিদ যেটি করেছেন। এক্ষেত্রে তিনি অগ্রগামী পথিকের মর্যাদা পাওয়ার যােগ্য। সময় দ্রুত যাচ্ছে একাত্তরের অসম সাহসিনী বীরাঙ্গনারা একে একে হারিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে তিনি সহস্র বীরাঙ্গনার ইতিকথা জাতীয় কোগ্রন্থ প্রণয়নে ব্রতী হবেন এমন প্রত্যাশা থাকল। ‘বীরাঙ্গনা সমগ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ স্বাধীনতা অর্জনের নেপথ্যে সংঘটিত অন্তর্ভেদী বেদনার মহাকাব্য যা মুক্তির অনির্বাণ আলােকোঙাসে রক্তাক্ষরে লেখা হয়ে রইল।
সুরমা জাহিদ এর বীরাঙ্গনা সমগ্র ২ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 800.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Birangona Somogra-2 by Surma Jahidis now available in boiferry for only 800.00 TK. You can also read the e-book version of this book in boiferry.