Loading...
হরিশংকর জলদাস
লেখকের জীবনী
হরিশংকর জলদাস (Horisongkor Joldash)

হরিশংকর জলদাস জন্ম ৩ মে ১৯৫৩, চট্টগ্রামের উত্তর পতেঙ্গার জেলেপল্লিতে। জীবনের মধ্যবেলায় লিখতে বসা। প্রথম উপন্যাস জলপুত্র লিখেছেন ৫৫ বছর বয়সে। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত উপন্যাস রামগোলাম, মোহনা, আমি মৃণালিনী নই, এখন তুমি কেমন আছ, সেই আমি নই আমি, রঙ্গশালা, সুখলতার ঘর নেই, বাতাসে বইঠার শব্দ ; কিশোর উপন্যাস ভাস্কো দা গামার বেহালা ; গল্প মনোজবাবুদের বাড়ি এবং আত্মস্মৃতি নোনাজলে ডুবসাঁতার। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারসহ নানা সম্মাননা।

হরিশংকর জলদাস এর বইসমূহ