Loading...
জনি হোসেন কাব্য
লেখকের জীবনী
জনি হোসেন কাব্য (Jone Hossain Kabbo)

লেখক পরিচিতি জনি হোসেন কাব্য। ৫ম শ্রেণিতেই লেখালিখির হাতেখড়ি। পরে জাতীয় দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, নয়া দিগন্ত, বাংলাদেশ সময়, পূর্বদেশ, সোনার দেশ, ভোরের কাগজসহ স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক, ষান্মাসিক ও বার্ষিক পত্রপত্রিকায় লেখালিখি করেন। সম্পাদনা করছেন শিশুকিশোর ম্যাগাজিন 'ভোঁদৌড়'। ছড়া, গল্প, প্রবন্ধসহ বিবিধ বিষয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২১। (পুরস্কার ও সম্মাননা ‘কথাসাহিত্যকেন্দ্র গল্পলেখা প্রতিযোগিতা—২০১২’ এর অন্যতম সেরা লেখক’ ‘দাঁড়িকমা লেখালিখির স্মৃতি পুরস্কার—২০১৬’ এর অন্যতম সেরা লেখক’ ‘পিঠা প্রতিযোগ—২০১৮’ এর সেরা লেখক’ ‘শিশুসাহিত্যে ‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার—২০১৯’ ‘গল্প-বিভাগে ‘পাপড়ি-করামত আলী তরুণ শিশুসাহিত্য পুরস্কার—২০২০’ ‘ছড়া-বিভাগে ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার—২০২০’ ‘তৃতীয় লক্ষ্মীতারুণ্য সম্মাননা—২০২০’)

জনি হোসেন কাব্য এর বইসমূহ