“ছড়ামর্শ" ১ বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
সন্তান জন্ম দেওয়ার চেয়ে মানুষের মতাে মানুষ হিসেবে গড়ে তােলা কঠিন। ঠিক একইভাবে ছড়া রচনা করার চেয়ে ছড়াকে ছড়ার মতাে করে গড়ে তােলা অনেক কঠিন। একটি শিশু বড় হয়ে কেমন হবে তা পুরােটাই নির্ভর করে অভিভাবকের উপর। ভালাে। দিকনির্দেশনা না পেলে শিশুটি বড় হয়ে বখে যেতে পারে। তাই অভিভাবকদের সু এবং স্বশিক্ষিত হওয়া জরুরি।
ছড়ার অভিভাবক ছড়াকার। একটি ছড়া কতটা সফলভাবে গড়ে উঠবে তা পুরােটাই নির্ভর করে ছড়াকারের উপর। যেই ছড়াকার যতবেশি সুশিক্ষিত সেই ছড়াকার ততবেশি। সফল ছড়া নির্মাণ করতে পারেন। ছড়ামর্শ বইটি একজন ছড়াকারকে সুশিক্ষিত ছড়াকার হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখবে।
এই বইয়ে ছড়ার আকার, প্রকার, চলন-বলন, গঠন, উপাদান, নিয়ম, কৌশল, পরামর্শ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলাে খুবই সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে।
ছড়ামর্শ ২
বইতে যা কিছু আছে...
ক. ছড়ার উৎপত্তি ও ক্রমবিকাশ
খ. মানবজীবনে ছড়ার গুরুত্ব ও অবদান
গ. প্রয়োজনীয় ৪০টি ছড়ামর্শ
০১. ছড়া লেখার শুরুতে যা করবেন
০২. যাঁদের ছড়া ও বই পড়তে হবে
০৩. এক নিঃশ্বাসে শিখুন ছন্দের নিয়ম
০৪. স্বর থাকে যেখানে
০৫. মুক্তস্বর ও বদ্ধস্বর চেনার কৌশল
০৬. স্বরবৃত্ত ছন্দের ছন্দপতন এড়ানোর উপায়
০৭. স্বরবৃত্ত ছন্দে পাশাপাশি দুটি বদ্ধস্বরের মাত্রা হিসেব
০৮. স্বরবৃত্ত ছন্দে দ্রুতলয় শব্দের মাত্রা হিসেব হয় যেভাবে
০৯. স্বরবৃত্ত ছন্দে গতিশীল ও শ্রুতিমধুর ছড়া লেখার কৌশল
১০. স্বরবৃত্ত ছন্দের ছড়ার স্বরবিন্যাস যেভাবে করা উচিত
১১. মাত্রাবৃত্ত ছন্দে মাত্রা থাকে যেখানে
১২. মুক্তস্বরের এক মাত্রার অন্ত্যমিলের ব্যবহার প্রণালী
১৩. অন্ত্যমিলের মাত্রা যে রকম রাখবেন
১৪. ছড়ায় অন্ত্যমিল-শব্দের সঠিক ব্যবহার যেটি
১৫. ছড়ায় যত কাঠামোর অন্ত্যমিল ব্যবহার করা যায়
১৬. ছড়ায় যেভাবে চমকপ্রদ অন্ত্যমিল ব্যবহার করবেন
১৭. অন্ত্যমিলের প্রয়োজনে ভুল বার্তা এড়াবেন যেভাবে
১৮. শিশুতোষ ছড়া লেখার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল
রাখবেন
১৯. কিশোর ছড়া ও কিশোরকবিতার মধ্যে যে পার্থক্য
২০. পর্বে মধ্যখণ্ডন কোথায় করবেন, কোথায় করবেন না
২১. আগের পঙক্তির সঙ্গে পরের পঙক্তির সম্পর্ক যেমন হতে হয়
২২. প্রথম পঙক্তিতে বাক্য শেষ না হলে যা করতে হবে
২৩. মাত্রা মিলানোর জন্য ব্যকরণগত যে ভুলটি করা ঠিক নয়
২৪. ছড়ার মেদ ঝরাবেন যেভাবে
২৫. ছড়ার কাঠামোয় যেভাবে ভিন্নতা আনবেন
২৬. শব্দের সঠিক উচ্চারণ না জানলে যে সমস্যাটি হতে পারে
২৭. ছড়ায় যে শব্দটি সংক্ষিপ্তাকারে লেখা যাবে না
২৮. ছড়ায় যে শব্দগুলো ব্যবহার না করাই ভালো
২৯. যে কারণে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিনতে হবে
৩০. অনুকরণ ও অনুসরণের মধ্যে যে পার্থক্য
৩১. ছড়ার যেভাবে পরিচর্যা করতে হয়
৩২. ছড়ার উন্নতি করার কৌশল
৩৩. ছড়া যেভাবে সাবলীল ও ছন্দময় হয়ে ওঠে
৩৪. বিষয় পুরোনো হলে ছড়ার বক্তব্য যেভাবে উপস্থাপন করতে হয়
৩৫. ছড়ার উপস্থাপনে পরিবর্তন আনতে হয় যেভাবে
৩৬. ছড়ার ছন্দে নতুনত্ব আনার কৌশল
৩৭. ছড়ার বিষয়বস্তুতে অভিনবত্ব আনবেন যেভাবে
৩৮. অন্যদের চেয়ে ব্যতিক্রম ছড়া লিখবেন যেভাবে
৩৯. যে কারণে ছড়াবই ছাড়াও সাহিত্যের অন্য শাখার বইগুলো পড়তে হবে
৪০. শেষ পরামর্শটি প্রকাশকদের উদ্দেশে
ঘ. ছড়া, কবিতা ও পদ্য চেনার কৌশল
ঙ. ছড়ার অলংকারের সহজ পাঠ
চ. জানা ছড়ার অজানা কথা
ছ. পত্রিকা-ম্যাগাজিনে ছড়া পাঠানোর সঠিক পদ্ধতি
জ. বাংলাদেশ ও ভারত থেকে প্রকাশিত পত্রিকা-ম্যাগাজিনের ইমেইল ঠিকানা
ঝ. ছড়া লিখে আয় করবেন যেভাবে
ঞ. ছড়া লেখার জন্য যেসব পুরস্কার প্রদান করা হয় এবং সেসব অর্জনের পক্রিয়া
ছড়ার ১০০ ট্রিটমেন্ট
সম্পূর্ণ ব্যতিক্রমী একটি বই। ছড়াকারদের উপযোগী ও দরকারি। বিভিন্ন সমস্যায় জর্জরিত ছড়ার ১০০টি রোগ এখানে তুলে ধরা হয়েছে। খুব সহজভাবে দেওয়া হয়েছে যথাযথ ট্রিটমেন্টগুলিও।
বাংলাদেশে অন্য বিষয়ের লেখকদের তুলনায় ছড়াকারদের সংখ্যাই বেশি! প্রতিদিন অসংখ্য ছড়া রচনা হতে দেখা যায়। কিন্তু কয়টি ছড়া সুস্থ, সবল ও সুন্দর হয়? দুঃখজনক হলেও সত্যি, বেশিরভাগ ছড়া-ই বিভিন্ন রোগে আক্রান্ত থাকে। যে-কারণে পাঠক তা পড়ে খুব একটা মুগ্ধ হতে পারেন না। উলটো হোঁচট খান, বিরক্ত হন, মুখ ফিরিয়ে নেন।
ছড়ায় দৈনন্দিন ভুল করা প্রায় সকল গুরুত্বপূর্ণ সমস্যা ও সমাধান তথা রোগ ও ট্রিটমেন্ট এ বইয়ে সংকলিত হয়েছে। যা পড়ে যে-কেউই হয়ে উঠতে পারবেন ছড়ার সফল একজন ডাক্তার। সমাধানগুলো আয়ত্ত করে লেখক নিজেই নিজের ছড়ায় দিতে পারবেন কার্যকরী ট্রিটমেন্ট। ফলে ছড়া হয়ে উঠবে মেদহীন, সতেজ ও সাবলীল।
বাছাই করা ১০০ ছড়া
বিভিন্ন বিষয় নিয়ে লেখালিখি করেন জনি হোসেন কাব্য। তবে পাঠকমহলে ছড়াকার হিসেবেই সমাদৃত তিনি। তাঁর প্রতিটি ছড়া বেশ আকর্ষণীয়। নিজস্ব স্বরে বক্তব্য উপস্থাপন করেন। ছড়ার শরীরে সুকৌশলে গেঁথে দেন অভিনব চমক। পাশাপাশি নিখুঁত অলংকারের কাজও করে থাকেন। সে-জন্যেই হয়তো পাঠকরা তাকে খুব অল্প সময়ে গ্রহণ করেছেন।
এ বইয়ে লেখকের বাছাই করা সেরা ১০০ ছড়া সংকলিত হয়েছে। নানান স্বাদের ছড়া দিয়ে সমৃদ্ধ এ বই। কী নেই এখানে? আছে শিশুকিশোর ছড়া, প্যারোডি ছড়া, ধর্মীয়বিষয়ক ছড়া, রূপক ছড়া, বড়োদের ছড়া, সমকালীন ছড়া, রাজনৈতিক ছড়া, প্রতিবাদী ছড়া, প্রেম-ভালোবাসার ছড়া ইত্যাদি। বাংলা ছড়া যে কত বিচিত্র ও বৈচিত্র্যময়-তা জানার জন্য হলেও জনি হোসেন কাব্যের ‘বাছাই করা ১০০ ছড়া’বইটি সবার পড়া উচিত!
প্রকাশক
জনি হোসেন কাব্য এর ছন্দ ও ছড়ার এ টু জেড প্যাকেজ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 802.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Chondho O Chorar A To Z Package by Jone Hossain Kabbois now available in boiferry for only 802.50 TK. You can also read the e-book version of this book in boiferry.