Loading...
ইসমত আরা প্রিয়া
লেখকের জীবনী
ইসমত আরা প্রিয়া (Ismot Ara priya)

তরুণ লেখক ইসমত আরা প্রিয়ার জন্ম কুষ্টিয়া জেলায়। পড়ালেখা করেছেন বাংলা সাহিত্যে। ভালোবাসেন বই। সেই কিশোরীকাল থেকেই বিচিত্র সব ভাবনা লিখে রাখতে পছন্দ করেন। রাগ,অভিমান, ভালোবাসা- সব কিছুই তিনি জমাতেন কাগজের পৃষ্ঠায়, ডায়েরিতে লেখালেখি তার কাছে সাধনা। সেই সাধনায় ব্রতী দীর্ঘদিন। লেখক হয়ে ওঠার সাধনায় এগিয়ে যাচ্ছেন একটু একটু করে। ইতিমধ্যে প্রকাশিত কান্নাগুলোর প্রার্থনা;আওয়াজ এবং তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে লেখা ;যাবজ্জীবন; শঙ্খচিল, বসন্ত ফিরে আসে উপন্যাস পাঁচটি পাঠক সমাদৃত হয়েছে। এছাড়াও প্রকাশ পেয়েছে নীলপদ্ম’ নামে একটা কবিতার বই। নিজের অনুভূতিগুলোকে শব্দশৈলীতে তুলে আনতে লিখছেন নিরন্তর। লেখালেখি নিয়েই কাটাতে চান বাকি জীবন।

ইসমত আরা প্রিয়া এর বইসমূহ