সুরা ফাতেহা
এই সুরা মক্কা শরিফে অবতীর্ণ হইয়াছে। ইহাতে ৭টি আয়াত, ২৫টি শব্দ, ১২৩টি অক্ষর ও ১টি রুকু। ইহার অপর নাম ‘সাবাউল মাসানী’। ‘সাবা’ অর্থ সাত; ‘মাসানী’ অর্থ পুনঃপুন।
ফাতেহা – উদ্ঘাটিকা। এই ‘সুরা’ দিয়াই পবিত্র কোর-আন শরিফের আরম্ভ। এইজন্য এই সুরার নাম ‘ফাতেহা’। ইহা কোর-আনের শেষ খণ্ড আমপারায় নাই, ইহা কোর-আন শরিফের প্রথম খণ্ডের প্রথম ‘সুরা’। নামাজ, বন্দেগী, প্রার্থনা প্রভৃতি সকল পবিত্র কাজেই সুরা ফাতেহার প্রয়োজন হয় বলিয়া আমপারার সঙ্গে ইহার অনুবাদ দেওয়া হইল।
শানে-নজুল–(অবতীর্ণ হইবার কারণ)—একদা হজরত মোহাম্মদ (দঃ) মক্কার প্রান্তর অতিক্রম করিবার সময় দৈববাণী শুনিতে পাইলেন, মোহাম্মদ! আমি স্বর্গীয় দূত জেব্রাইল, আপনি পয়গম্বর, আমি শপথ করিতেছি–আল্লাহ্ ভিন্ন আর কোন উপাস্য নাই, মোহাম্মদ (দ.) আল্লাহ্র রসুল (তত্ত্ববাহক)। আপনি বলুন, আলহামদোলিল্লাহ্—সকল প্রশংসাই বিশ্বপতি আল্লার, ইত্যাদি।
ক্বারী মাওলানা মাছুম বিল্লাহ ওসমানী এর শানে নূযুল আমপাড়া : (৩০তম পারা) এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 19.25 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Saane Nujul Ampara 30 Para by Kari Mawlana Machum Billah Osmaniis now available in boiferry for only 19.25 TK. You can also read the e-book version of this book in boiferry.