ভাষার সঙ্গে মানুষের নাড়ির টান। অথচ তার উৎপত্তি কোথায় সে জানে না । মানুষ প্রথম কখন কথা বলেছে তা আজ আর জানবার উপায় নেই। কেমন করে ভাষা এল মানুষের মুখে তা সত্যিই এক রহস্য। প্রকৃতি থেকেই সে ধ্বনি অনুকরণ করেছে, না ভয় বা বিস্ময়জনিত ধ্বনি ব্যবহারের মধ্য দিয়েই ভাষায় পৌঁছেছে তা নিয়ে আজও বিস্ময়ের শেষ নেই। ধ্বনির মাধ্যমে। ভাববিনিময় পশুজগতেও চলে, কিন্তু সেই ধ্বনির সংখ্যা খুবই সীমিত, বিশেষ কতগুলাে ভাবপ্রকাশেই তা নিঃশেষিত, কিন্তু মানুষের কণ্ঠধ্বনির সেই সীমাবদ্ধতা নেই। সে অজস্র ধ্বনি-প্রতীক সৃষ্টি করে অজস্র ভাবের আদানপ্রদান করতে পারে ।। অনেক ভাষাই জন্ম নিয়ে চিরদিনের জন্য বিলুপ্ত হয়েছে। তবু এখনও প্রায় তিন হাজার ভাষা প্রচলিত আছে সারা পৃথিবীতে। মানুষের ভাষার স্বরূপ বিশ্লেষণ করলে কয়েকটি লক্ষণ আমাদের চোখে পড়ে।
*ভাষা পারস্পারিক ভাব-বিনিময়ের একটি মাধ্যম।
*এই পারস্পরিক বিশেষ কোনও সমাজ বা জনগােষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ।
*ভাষা ধ্বনি-প্রতীকের একটি সুসামঞ্জস্য বিন্যাস-ব্যবস্থা।
*ওই ধ্বনি-প্রতীকগুলি বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ।
ইসরাইল আহমেদ এর A gateway To The English Language এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 349 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। A gateway To The English Language by Esrail Ahmedis now available in boiferry for only 349 TK. You can also read the e-book version of this book in boiferry.