Loading...
ফরহাদ খান
লেখকের জীবনী
ফরহাদ খান (Farhad Khan)

জন্ম ১৯৪৪ সালের ২৩ ডিসেম্বর, কুষ্টিয়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ করেন। ১৯৭৩ সালে বাংলা একাডেমিতে যোগ দেন। একাডেমির ভাষা-সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগের পরিচালক ছিলেন। ছিলেন টেলিভিশন ও বেতার ব্যক্তিত্ব। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে প্রতীচ্য পুরাণ, শব্দের চালচিত্র, বাংলা শব্দের উত্স অভিধান, চিত্র ও বিচিত্র, হারিয়ে যাওয়া হরফের কাহিনি, বাঙালির বিবিধ বিলাস, নীল বিদ্রোহ (যৌথ অনুবাদ), ব্যারন মুনশাউজেনের রোমাঞ্চকর অভিযান, গল্প শুধু গল্প নয় (শিশুতোষ গল্প)। ‘বাংলা একাডেমি ছোটদের অভিধান’সহ কয়েকটি বই সম্পাদনায় যুক্ত ছিলেন। প্রবন্ধ সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ্ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’ ২০১৯ পান তিনি। মৃত্যু ১ অক্টোবর ২০২১।