Loading...
মোঃ মনিরুল ইসলাম (রয়েল)
লেখকের জীবনী
মোঃ মনিরুল ইসলাম (রয়েল) (Md. Manirul Islam (Royal))

তরুণ প্রজন্মের পাঠকপ্রিয় লেখক মোঃ মনিরুল ইসলাম (রয়েল) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে লেখক ইবাইস বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে এল,এল বি (অনার্স) সম্পন্ন করেন। লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। ইংরেজি ব্যাকরণ ও ভাষা শিক্ষা নিয়ে তিনি বেশ কয়েকটি বই লিখেছেন যা ইতোমধ্যে পাঠক মনে বেশ জায়গা করে নিয়েছে। তাঁর লেখা “বেসিক English, Tense দিয়ে ইংলিশের পোস্টমর্টেম, Royal এন্টিবায়েটিক, R@yal’s Digital Grammar, Royal’s Magic Method, An Exclusive English Grammar, সবার জন্য Fill In The Blank “ বইগুলি দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বেশ জনপ্রিয়তা ও পাঠকপ্রিয়তা পেয়েছে। ইংরেজির পাশাপাশি লিখেছেন কাব্যগ্রন্থ “প্রেমাঞ্জলি ও বেদনার ফুল”।