জন্ম ২৯ অক্টোবর ১৯৭২ সালে ঢাকায়। শৈশব-কৈশোর কেটেছে রাজধানী থেকে দূরের ছোট ছোট শহরে, বিশেষত দিনাজপুরে। ব্যবসায় প্রশাসন ও আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনায় পড়াশোনা করেছেন। সাহিত্যজগতে পদার্পণের শুরু থেকে একই সঙ্গে মৌলিক রচনা ও অনুবাদ চালিয়েছেন। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে কোলাহল থামার পরে, প্রতিচ্ছায়া, বেদনার আমরা সন্তান, দিনগত কপটতা, আমি অথবা আমার ছায়া ও দশটি প্রতিবিম্বের পাশে। অনুবাদ করেছেন উইলিয়াম ফকনার, অ্যালিস মানরো, নাদিন গোর্ডিমার, আইজ্যাক আসিমভ, ফিদেল কাস্ত্রো, হুলিও কোর্তাসারসহ কয়েকজন কালজয়ী লেখকের রচনা। ২০১৪ সালে গল্পের পাণ্ডুলিপির জন্য জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার এবং ২০২১ সালে জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রথমা প্রকশিত কোলাহল থামার পরে উপন্যাসের জন্য।