Loading...
আবদুস সাত্তার
লেখকের জীবনী
আবদুস সাত্তার (Abdus Sattar)

আবদুস সাত্তার। নােয়াখালী জেলার কবিরহাট উপজেলায় জন্মগ্রহণ করেন ৩ মার্চ, ১৯৬৭ সালে । তার পিতা আবদুর রব, মাতা নজবি খাতুন। কিছুকাল শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। বর্তমানে সার্বক্ষণিক লেখালেখির সাথে যুক্ত। ছাত্রাবস্থায় বামপন্থী রাজনীতির সাথে জড়িত হন, এখনও তাতে সক্রিয়। শ্রমিকদের বিশেষত দলিত সম্প্রদায়ের অধিকার, দাবি ও সমস্যা নিয়ে দেশের শীর্ষস্থানীয় পত্র-পত্রিকায় তাঁর অনেক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলাসাহিত্যের অন্যতম কথাশিল্পী শওকত আলীর ঘনিষ্ঠ সান্নিধ্যে কাটিয়েছেন দীর্ঘদিন । তিনি শওকত আলীর ‘অবিস্মৃত স্মৃতিকথা’র শ্ৰতিলিখন ও সম্পাদনা করেন, যা ইত্যাদি প্রকাশনী থেকে প্রকাশিত হয়।

আবদুস সাত্তার এর বইসমূহ