মোঃ ইব্রাহিম খলিল ২৪-০১-১৯৮৩ সনে কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার ফতেপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খুব কম বয়সেই বাবাকে হারান। বাবা পেয়ার আহম্মদ ছিলেন তাঁর সকল কাজের অনুপ্রেরণার উৎস তার বাবার অবর্তমানে মা হাজেরা বেগম সুশৃঙ্খলা তার সাথে পাঁচ ভাইয়ের সংসার এযাবৎ পরিচালনা করে আসছেন । তিনিই পরিবারের বড় সন্তান। সকল দায়িত্বভার নিজের কাঁধে নিয়েই পরিবারে মঙ্গলে পথ চলতে শুরু করেন। দশম শ্রেণিকেই সর্বোচ্চ পড়াশোনার মানদ- ভেবে শুরু করেন কর্মজীবনের পথপরিক্রমা। বেছে নেন ব্যবসাকেই পেশা হিসাবে। ২০০৭ সনে তিনি রাবেয়া বসরি মাহফুজা'র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । কন্যা ইসরাত জাহান মনি (সাত বছর) ও পুত্র মোঃ ইয়াকুব (তিন বছর) দুই সন্তানের জনক তিনি । পরিবার পরিচালনার পাশাপাশি সামাজিক কাজেও তার বেশ সুনাম রয়েছে। অসহায় দিন মজুর ও অসহায় পথ শিশুদের নিয়েই তাঁর বেশির ভাগ সময় কাটে । মানুষের বিপদ আপদে সদা ছোটাছুটি করেই যেন মনে শান্তি পান তিনি, তাই তো কারো বিপদের কথা শুনলে আর স্থির থাকতে পারেন না । লেখক তার ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। আমরা তার সুস্থতা ও নেক হায়াত কামনা করছি, আমিন।