Loading...
নুরুল করিম মাসুম
লেখকের জীবনী
নুরুল করিম মাসুম (Nurul Karim Masum)

নুরুল করিম মাসুম। জন্ম- ২০ নভেম্বর। কুমিল্লার – লাকসাম উপজেলায়। শৈশবে পাখি হয়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু মানুষ হয়ে তো আর ডানা নিয়ে জন্মানো যায় না। তবু সৃষ্টিকর্মে মাথায় পালক লাগানো যায়, অর্জনের খাতা ভারী হলে একসময় অদৃশ্য ডানা নিয়ে নিজের কিংবা অন্যের চিন্তার জগতে উড়ে বেড়ানো যায়। নুরুল করিম মাসুম সে-গোত্রেরই একজন উদ্যমী তরুণ। বর্তমানে পড়ছেন, ফিলোসফি নিয়ে নোয়াখালী সরকারি কলেজে। পাশাপাশি (বিটিআইএস) ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ (পাশ-কোর্স) নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ে। সাহিত্য সহ-সম্পাদক হিসেবে কাজ করছে, একটি অনলাইন নিউজ পোর্টালে। লেখালিখি শুরুটা কৈশোর কালে কবিতা দিয়ে। তবে গল্পে গল্পে যুক্তির সংমিশ্রণে জীবন বলতে ভালোবাসেন। তাই হয়তো, ''চিরবিদায় স্টোর'' গল্প গ্রন্থের গল্পকার হয়ে- সাহিত্যের বিশাল সমুদ্রে নাবিক হিসেবে প্রথম তার আত্মপ্রকাশ।

নুরুল করিম মাসুম এর বইসমূহ