যার কবিতা ফেলে আসা অতীতকে কাছে ডেকে আনে নিকট বর্তমানে। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এক বিন্দুতে।
না বলা কোনো প্রেমিকার কথা, কালি ফুরিয়ে যাওয়া কলমের মতো গুরুত্বহীন মনুষ্য প্রাণ কিংবা শত শত অপমানের গ্লানি নিয়ে বাঁচা কোনো স্নাতক পাস বেকার তরুণের অপ্রাপ্তি, পানকৌড়ির চোখের দীঘির জল, কলাপাতায় বিন্নি চালের সিন্নির মতো পেছনের কোনো অতীত।
প্রেমিকার ঠোঁটের মতো দেখতে হিজল ফুল, প্রেয়সীর কানের দুল কিংবা হলুদ কুমড়ো ফুল। সবই যার কথায়, কবিতায় প্রাণ ফিরে পায়।
মানুষ যখন পাখি হয়, সে হয় আকাশ।
নিজেকে কখনোই প্রেমিক ভাবে না যে,
হিসেবে থাকে যার জমা পড়া চারশো চুয়াল্লিশ টাকা ঋণের। নিজেকে সে অকবি বলতেই পছন্দ করে।
যার অনেক কিছুই বলার ছিলো, হয়তো বলেও গিয়েছে অনেক কিছুই।
আপনি কোনটা বুঝতে পারছেন সেটাই হলো আসল কথা, কথার উপরেও কথা কিংবা কথার পিছনেরও কথা।
অজস্র বলা না বলার ভীড়ে নিজেকে অকবি দাবি করে সুকৌশলে তাই শেষমেশ বলেই দিলেন—
'কী যেন বলতে চেয়েছিলাম!'
অফুরন্ত ভালোবাসা মাসুৃম।
ki-jeno-bolte-cheyechilam,ki-jeno-bolte-cheyechilam in boiferry,ki-jeno-bolte-cheyechilam buy online,ki-jeno-bolte-cheyechilam by Nurul Karim Masum,কী যেন বলতে চেয়েছিলাম!,কী যেন বলতে চেয়েছিলাম! বইফেরীতে,কী যেন বলতে চেয়েছিলাম! অনলাইনে কিনুন,নুরুল করিম মাসুম এর কী যেন বলতে চেয়েছিলাম!,ki-jeno-bolte-cheyechilam Ebook,ki-jeno-bolte-cheyechilam Ebook in BD,ki-jeno-bolte-cheyechilam Ebook in Dhaka,ki-jeno-bolte-cheyechilam Ebook in Bangladesh,ki-jeno-bolte-cheyechilam Ebook in boiferry,কী যেন বলতে চেয়েছিলাম! ইবুক,কী যেন বলতে চেয়েছিলাম! ইবুক বিডি,কী যেন বলতে চেয়েছিলাম! ইবুক ঢাকায়,কী যেন বলতে চেয়েছিলাম! ইবুক বাংলাদেশে
নুরুল করিম মাসুম এর কী যেন বলতে চেয়েছিলাম! এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 168.75 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। ki-jeno-bolte-cheyechilam by Nurul Karim Masumis now available in boiferry for only 168.75 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন |
হার্ডকভার | ৭২ পাতা |
প্রথম প্রকাশ |
2023-02-01 |
প্রকাশনী |
উপকথা প্রকাশন |
ISBN: |
|
ভাষা |
বাংলা |
লেখকের জীবনী
নুরুল করিম মাসুম (Nurul Karim Masum)
নুরুল করিম মাসুম। জন্ম- ২০ নভেম্বর। কুমিল্লার – লাকসাম উপজেলায়। শৈশবে পাখি হয়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু মানুষ হয়ে তো আর ডানা নিয়ে জন্মানো যায় না। তবু সৃষ্টিকর্মে মাথায় পালক লাগানো যায়, অর্জনের খাতা ভারী হলে একসময় অদৃশ্য ডানা নিয়ে নিজের কিংবা অন্যের চিন্তার জগতে উড়ে বেড়ানো যায়। নুরুল করিম মাসুম সে-গোত্রেরই একজন উদ্যমী তরুণ। বর্তমানে পড়ছেন, ফিলোসফি নিয়ে নোয়াখালী সরকারি কলেজে। পাশাপাশি (বিটিআইএস) ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ (পাশ-কোর্স) নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ে। সাহিত্য সহ-সম্পাদক হিসেবে কাজ করছে, একটি অনলাইন নিউজ পোর্টালে। লেখালিখি শুরুটা কৈশোর কালে কবিতা দিয়ে। তবে গল্পে গল্পে যুক্তির সংমিশ্রণে জীবন বলতে ভালোবাসেন। তাই হয়তো, ''চিরবিদায় স্টোর'' গল্প গ্রন্থের গল্পকার হয়ে- সাহিত্যের বিশাল সমুদ্রে নাবিক হিসেবে প্রথম তার আত্মপ্রকাশ।