Loading...
রাজিব হাসান
লেখকের জীবনী
রাজিব হাসান (Rajib Hasan)

রাজিব হাসান জন্মসনঃ ১৯৮৫ জন্মস্থানঃ সিরাজগঞ্জ স্কুল শিক্ষক পিতার বড় সন্তান। মা গৃহিণী ও কুরআন শিক্ষিকা। পড়াশুনাঃ ছোট বেলায় কুরআন শিক্ষা অর্জন। অতঃপর ২০০১ সালে এসএসসি ও ২০০৩ সালে এইচএসসি সম্পন্ন। অতঃপর, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে ব্যবসার উপর ব্যাচেলর ডিগ্রী অর্জন। বর্তমানে আযান হিজামা ক্লিনিকে হিজামা প্র‍্যাকটিস করেন। আল-কা'বা হজ্জ্ব গ্রুপের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে কর্মরত আছেন। মুসাফির টুরস এ্যন্ড ট্র‍্যাভেলস - এর সত্ত্বাধিকারী হিসেবে নিযুক্ত আছেন। গত পাঁচ বছর ধরে ইসলাম নিয়ে লেখালেখি করেন, দাওয়াতী কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেন। তিনি দোয়া চেয়ে বলেন, মহান আল্লাহর কাছে যাবতীয় লৌকিকতা থেকে পানাহ চাই, মানুষকে ইসলামের দাওয়াহ দিয়ে নিজে গোমরাহিতে যেন ডুবে না যাই

রাজিব হাসান এর বইসমূহ