Loading...
ডা. তপতী মণ্ডল
লেখকের জীবনী
ডা. তপতী মণ্ডল (Dr. Tapati Mandal)

ডা. তপতী মণ্ডল। পিরোজপুর জেলার পাড়ের হাটের বাদুরা গ্রামে তাঁর জন্ম। বাবা ডা. হরেকৃষ্ণ মণ্ডল এবং মা বিজলী বালা মণ্ডল অবসরপ্রাপ্ত অধ্যাপক । তিনি হলিক্রস স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্রী। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিউক্লিয়ার মেডিসিনে এমফিল ডিগ্রি অর্জন করেন। দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান থেকে তিনি নিউক্লিয়ার ইমেজিংয়ের ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন (দ্য অস্টিন হসপিটাল) থেকে মলিকিউলার অ্যান্ড কার্ডিয়াক ইমেজিং বিষয়ে ফেলোশিপ অর্জন করেন। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সে (বিএসএমএমইউ ক্যাম্পাস) সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। দুই ছেলে অনিকেত ও অগ্নিশ এবং স্বামী সুসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস। অবসর সময়ে তিনি প্রচুর বই পড়েন, গান শোনেন এবং ভ্রমণ করতে পছন্দ করেন।