Loading...
সৈয়দ আবুল মকসুদ
লেখকের জীবনী
সৈয়দ আবুল মকসুদ (Syed Abul Maksud)

জন্ম ১৯৪৬ সালের ২৩ অক্টোবর, মানিকগঞ্জে। বাংলাদেশের প্রধান লেখকদের একজন। কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, সমালোচনা, গবেষণা, জীবনী, জার্নালসহ বিভিন্ন বিষয়ে তাঁর বই ৩৬টির বেশি। সমাজ, রাজনীতি, ইতিহাস, দর্শন প্রভৃতি তাঁর রচনার উপজীব্য। বাংলাদেশের জনপ্রিয় কলাম লেখক। মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনীকার এবং ভাসানী-বিষয়ক পাঁচটি বইয়ের প্রণেতা। বাংলাদেশে গান্ধী-গবেষণার পথিকৃত্। গান্ধী ও রবীন্দ্রনাথ বিষয়ে তাঁর গ্রন্থের সংখ্যা ৮। ঢাকায় ‘মহাত্মা গান্ধী স্মারক সদন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পরিবেশ রক্ষা ও সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলা একাডেমি পুরস্কার, ভারতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল অ্যাওয়ার্ডসহ বহু পদক, পুরস্কার ও সম্মানে ভূষিত। মৃত্যু: ২৩ ফেব্রুয়ারি ২০২১।

সৈয়দ আবুল মকসুদ এর বইসমূহ