Loading...
খন্দকার সাখাওয়াত আলী
লেখকের জীবনী
খন্দকার সাখাওয়াত আলী (Khondoker Sakhawat Ali)

Khondoker Sakhawat Ali খন্দকার সাখাওয়াত আলী সমাজতাত্ত্বিক, গবেষক ও খন্ডকালীন শিক্ষক। তিনি বর্তমানে প্রধান নির্বাহী, নলেজ অ্যালায়েন্সের; সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রবিষয়ক ত্রৈমাসিক প্রতিচিন্তা’র নির্বাহী সম্পাদক ও ফেলো পিপিআরসি। পড়াশোনা করেছেন সমাজতত্ত্বে ও উন্নয়ন অধ্যয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস, সোয়ানজি।পেশাগত ভাবে কাজ করেছেন গণসাহায্য সংস্থা (১৯৯৪-১৯৯৯), প্রোগ্রাম ফর রিসার্চ অন প্রোভার্টি অ্যালিভিয়েশন (পিআরপিএ), গ্রামীণ ট্রাস্ট (১৯৯৯-২০০০), পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি, রিসার্চ ফেলো ২০০০-২০১১; ফেলো ২০১১-বর্তমান) ও ব্র্যাক ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (বিডিআই), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২০০৬-২০১২)। আর খন্ডকালীন শিক্ষক হিসেবে পড়িয়েছেন সিটি ও আশা বিশ্ববিদ্যালয়ে। পরামর্শক ও জাতীয় পরামর্শক হিসেবে কাজ করেছেন ActionAid, Plan International, Save the Children, World Bank, DFID, SDC, Netherlands Embassy, Canadian High Commission -এর জন্য। তাঁর প্রকাশিত গ্রন্থ: গ্রামসির জীবন সংগ্রাম ও তত্ত্ব (সম্পাদনা, প্রসঙ্গ প্রকাশনী, ১৯৯১; আগামী, ২০১১); ফতোয়া: ১৯৯১-১৯৯৫ (সহ-সম্পাদক, শিক্ষা সংস্কৃতি চর্চা কেন্দ্র, জিএসএস, ১৯৯৬); নতুন শতাব্দীতে স্থানীয় সরকার, পথ নির্ধারণে কতিপয় সংলাপ (পিপিআরসি ও পাঠক সমাবেশ, ২০০২); Researching Poverty from the Bottom-up Reflections on the Experience of the Programme for Research on Poverty Alleviation 1994-2002 (Garment Trust and PPRC, 2007).