সে একটা সময় ছিল। অন্ধকার ঘুপচি গলির মতো। পাহাড়ের তলায় আলোহীন টানেলের মতো। আশির দশক সামরিক শাসন, স্বৈরাচার কবলিত দুঃশাসনের সময়। সেই রুদ্ধশ্বাসের দিনগুলোতে আলোর বিন্দুর মতো নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করেছিল, একজন কবি শাহিদ আনোয়ার। একদিন এই পৃথিবীতে শ্রেণিভেদ দূর হয়ে যাবে, একদিন প্রতিটি মানুষ সাম্যের পতাকার নিচে একসঙ্গে একই সংগীত গেয়ে উঠবে। একদিন পৃথিবীর সব মানুষ সাম্যের মন্ত্রে দীক্ষিত হবে। সব মানুষের দুঃখ, সুখ একই সুরে গাঁথা হবে- এই ছিল শাহিদ আনোয়ারের স্থির বিশ্বাস। এটাই ছিল তাঁর ঘোর।
কিন্তু এই ঘোর বা এই স্বপ্ন বার বার ভেঙে যায়। কোনো জাদুর কাঠির ছোঁয়ায় সেই শুভ দিন একদিনে চলে আসে না। তার জন্য পাড়ি দিতে হবে সংগ্রামের সুদীর্ঘ পথ। শাহিদ আনোয়ার সেই পথের হেঁটে যেতে চেয়েছিল মিছিলে শ্লোগানে। তার চোখে স্বপ্ন ছিল। বুকে ছিল কবিতা। শাহিদ আনোয়ার যেমন বিপ্লবী ছিল, তেমনি ছিল রোমান্টিক। স্বপ্নে, আদর্শে, ভালোবাসায়, শিক্ষায়, আন্তরিকতায়, মেধায় শাহিদ আনোয়ার হয়ে উঠেছিল সেই অবরুদ্ধ সময়ের তারুণ্যের এক প্রতীক। সে ছিল বিরল প্রতিভার কবি।
শাহিদ আনোয়ারের জীবনের স্বপ্ন, তার চরিত্র, আশা, বেদনা, হতাশার সকল কথা ফুটে উঠেছে খন্দকার সাখাওয়াত আলীর এই গ্রন্থে। সাখাওয়াত আর শাহিদ আনোয়ার একই সমাজ থেকে আবির্ভূত একই পথের সহযাত্রী। ওরা পরস্পর কমরেড। দুজনের স্বপ্ন ছিল এক। সেই স্বপ্ন যাত্রার মাঝপথে ছিটকে পড়া কবি শাহিদ আনোয়ারকে নিয়ে তার নিবেদন কুসুমিত ইস্পাত। শাহিদ আনোয়ারকে নিয়ে বইটি হয়ে উঠেছে বাংলাদেশের এক উত্থাল সময়ের প্রতিচ্ছবি। কবি ওমর কায়সার
Kusumito Ispat,Kusumito Ispat in boiferry,Kusumito Ispat buy online,Kusumito Ispat by Khondoker Sakhawat Ali,কুসুমিত ইস্পাত,কুসুমিত ইস্পাত বইফেরীতে,কুসুমিত ইস্পাত অনলাইনে কিনুন,খন্দকার সাখাওয়াত আলী এর কুসুমিত ইস্পাত,9789849863908,Kusumito Ispat Ebook,Kusumito Ispat Ebook in BD,Kusumito Ispat Ebook in Dhaka,Kusumito Ispat Ebook in Bangladesh,Kusumito Ispat Ebook in boiferry,কুসুমিত ইস্পাত ইবুক,কুসুমিত ইস্পাত ইবুক বিডি,কুসুমিত ইস্পাত ইবুক ঢাকায়,কুসুমিত ইস্পাত ইবুক বাংলাদেশে
খন্দকার সাখাওয়াত আলী এর কুসুমিত ইস্পাত এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 270.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Kusumito Ispat by Khondoker Sakhawat Aliis now available in boiferry for only 270.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
লেখকের জীবনী
খন্দকার সাখাওয়াত আলী (Khondoker Sakhawat Ali)
Khondoker Sakhawat Ali খন্দকার সাখাওয়াত আলী সমাজতাত্ত্বিক, গবেষক ও খন্ডকালীন শিক্ষক। তিনি বর্তমানে প্রধান নির্বাহী, নলেজ অ্যালায়েন্সের; সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রবিষয়ক ত্রৈমাসিক প্রতিচিন্তা’র নির্বাহী সম্পাদক ও ফেলো পিপিআরসি। পড়াশোনা করেছেন সমাজতত্ত্বে ও উন্নয়ন অধ্যয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস, সোয়ানজি।পেশাগত ভাবে কাজ করেছেন গণসাহায্য সংস্থা (১৯৯৪-১৯৯৯), প্রোগ্রাম ফর রিসার্চ অন প্রোভার্টি অ্যালিভিয়েশন (পিআরপিএ), গ্রামীণ ট্রাস্ট (১৯৯৯-২০০০), পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি, রিসার্চ ফেলো ২০০০-২০১১; ফেলো ২০১১-বর্তমান) ও ব্র্যাক ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (বিডিআই), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২০০৬-২০১২)। আর খন্ডকালীন শিক্ষক হিসেবে পড়িয়েছেন সিটি ও আশা বিশ্ববিদ্যালয়ে। পরামর্শক ও জাতীয় পরামর্শক হিসেবে কাজ করেছেন ActionAid, Plan International, Save the Children, World Bank, DFID, SDC, Netherlands Embassy, Canadian High Commission -এর জন্য। তাঁর প্রকাশিত গ্রন্থ: গ্রামসির জীবন সংগ্রাম ও তত্ত্ব (সম্পাদনা, প্রসঙ্গ প্রকাশনী, ১৯৯১; আগামী, ২০১১); ফতোয়া: ১৯৯১-১৯৯৫ (সহ-সম্পাদক, শিক্ষা সংস্কৃতি চর্চা কেন্দ্র, জিএসএস, ১৯৯৬); নতুন শতাব্দীতে স্থানীয় সরকার, পথ নির্ধারণে কতিপয় সংলাপ (পিপিআরসি ও পাঠক সমাবেশ, ২০০২); Researching Poverty from the Bottom-up Reflections on the Experience of the Programme for Research on Poverty Alleviation 1994-2002 (Garment Trust and PPRC, 2007).