Loading...
কাজী সুলতানুল আরেফিন
লেখকের জীবনী
কাজী সুলতানুল আরেফিন (Kazi Sultanul Arefin)

কাজী সুলতানুল আরেফিন ১৯৮৪ সালের ১৭ই এপ্রিল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার আওতাধীন পাঠাননগর ইউনিয়নের অন্তর্গত পূর্ব শিলুয়া গ্রামের ঐতিহ্যবাহী কাজী বাড়িতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মা-বাবাসহ দুই ভাই ও এক বোনের সংসারে তিনি বড়। লেখাপড়া সম্পন্ন করেছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে। শহরের আধুনিকতা ছেড়ে গ্রামের সবুজ সমারোহে মিশে যাওয়া এই লেখকের মন বারবার ছুটে যায় ফেলে আসা চট্টগ্রামে। তবুও লেখকের মতে গ্রামেই প্রশান্তি। দেশের জাতীয় দৈনিকগুলো দাপিয়ে বেড়ানো এই লেখকের একটি গল্প সঙ্কলন, ৩টি উপন্যাস ও ‘মেপে হাসুন চেপে হাসুন’ নামে রম্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখ্য ২০১৬ সালে প্রকাশিত রম্য উপন্যাস ‘আগুনি কমল’ ও ২০১৮ সালে প্রকাশিত কিশোর উপন্যাস ‘কমল ও পরীর দল’ বই দুটি পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলে।