আল্লাহ রাব্দুল আলামিনের লাখাে কোটি শুকরিয়া যে, তিনি দয়া করে আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তিনি ইচ্ছা করলে আমাদের নির্বোধ কোনাে জন্তু বানাতে পারতেন। তাতে আমাদের বলার কিছুই ছিল না। মানুষ থেকে পশুর গুণ ভিন্ন। সৃষ্টিগতভাবেই আল্লাহ পাক মানুষের মধ্যে এই গুণ রেখেছেন, তাকে দেখলেই অন্তরে তার প্রতি শ্রদ্ধা-ভক্তি, মায়া মমতা জাগ্রত হবে, কিন্তু পশুর বিষয়টা এর থেকে ভিন্ন। তাকে দেখলেই ভয় লাগে। ছােট্ট একটা পিঁপড়া দেখলেও ভয় লাগে, কামড় দেবে বলে। তার বুদ্ধি নেই। পিপীলিকা এত বুদ্ধিহীন, এই সাধারণ বিষয়টিও বােঝে না যে, আমি যাকে কামড় দিচ্ছি সে যদি পা দিয়ে ঘষা দেয় তাহলে আমি শেষ।
সিংহ যদি বুঝতে পারত, আমাকে মানুষে ঘেরাও করে গুলি করে মারতে পারে তাহলে সে কখনাে বের হত না। সাপও যদি এ বিষয়টা বুঝত, তাহলে গর্ত থেকে বের হত না। এমনিভাবে সব পশুই নির্বোধ। গরু, মহিষ, বকরি ইত্যাদি গৃহপালিত পশু যদি বুঝত, মানুষের সঙ্গে থাকলে শেষ পরিণতি হবে জবাই, তাহলে কি মানুষের কাছে আসত?
মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এর যাদুস সালেকিন : ইসলাহে নফসের পথ ও পাথেয় এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 370.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Zadus Salekin Islaher Nofser pothayo Pathay by Muhius Sunnah Allama Mahmudul Hasanis now available in boiferry for only 370.00 TK. You can also read the e-book version of this book in boiferry.