সময়ের ব্যাপারে সালাফের অবস্থা
ইয়াজিদ আর-রাক্কাশি নিজের হিসাব গ্রহণ করে বলতেন, ‘হে ইয়াজিদ, তোমার মৃত্যুর পর কে তোমার পক্ষ থেকে সালাত আদায় করবে? ইয়াজিদ, তোমার মৃত্যুর পর তোমার পক্ষ থেকে কে রোজা রাখবে? ইয়াজিদ, তোমার মৃত্যুর পর তোমার পক্ষ থেকে কে তোমার রবকে সন্তুষ্ট করবে?’ এরপর তিনি কেঁদে কেঁদে বলতেন, ‘হে লোক সকল, তোমরা কি নিজেদের সত্তার ব্যাপারে ক্রন্দন ও বিলাপ করবে না, মৃত্যু যাকে খুঁজছে, কবর যার গৃহ, মাটি যার বিছানা এবং কীট যার সঙ্গী? এত কিছু সত্ত্বেও তাকে প্রতীক্ষা করতে হবে মহাবিপদ দিবসের। তখন তার অবস্থা কেমন হবে?’
. যখন কারও সামান্য সম্পদ বা স্বর্ণের হার হারিয়ে যায়, তখন সে কত পেরেশান হয়ে যায়! কিন্তু অনর্থক কাজে তার জীবন ও সময় নষ্ট হয়ে যাওয়াতে তার কোনো পেরেশানি হয় না!
আবু দারদা রা. বলতেন, ‘প্রত্যেকের জ্ঞান ও প্রজ্ঞায় ঘাটতি রয়েছে। আর তা এ কারণে যে, তার কাছে যখন দুনিয়ার সম্পদ অধিক পরিমাণে আসে, তখন সে খুব আনন্দিত হয়; কিন্তু দিবানিশি অবিরতভাবে যে সে নিজ জীবন ধ্বংস করছে, এতে কিন্তু সে মোটেও চিন্তিত নয়। সম্পদ বেড়ে কী লাভ হবে, যখন বয়স কমে যাচ্ছে?’
. সিররি রহ. বলতেন, ‘সম্পদের ঘাটতিতে যদি তুমি চিন্তিত হও, তাহলে বয়সের ঘাটতিতে ক্রন্দন করো।’
আবু বকর বিন আইয়াশ রহ. বলেন, ‘যদি তোমাদের কারও একটি দিরহাম হারিয়ে যায়, তাহলে তার পুরো দিন এই বলে কেটে যায় যে, “ইন্নালিল্লাহ, আমার দিরহামটি হারিয়ে গেছে।” কিন্তু সে বলে না যে, “আমার দিনটি নষ্ট হয়ে গেছে। আমি এই দিনটিতে কী করেছি?!”
শাইখ খলিদ আর রাশিদ এর আলো হাতে আঁধার পথে এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 405.79 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Alo Hate Adhar Pothe by Sheikh Khalid and Rashidis now available in boiferry for only 405.79 TK. You can also read the e-book version of this book in boiferry.