ম্যালকম এক্স শাহাদাত বরণ করেন ২১ ফেব্রুয়ারি, ১৯৬৫ সালে। অর্থাৎ আজ থেকে প্রায় পঞ্চান্ন বছর আগে। আজকের এই আধুনিকতা-উত্তর সময়ে এসেও তাকে আমাদের পাঠ কেন গুরুত্বপূর্ণ এবং তাকে কীভাবে পাঠ করতে হবে— এ আলাপ শুরুতেই মীমাংসা করা জরুরি। আলহাজ মালিক শাবাজ ম্যালকমকে পাঠ করতে হবে পলিটিক্যালি ম্যাচুরড হওয়ার জন্য, রাজনৈতিক ফাঁদগুলো বোঝার জন্য। ম্যালকম সেই সুদক্ষ ব্যক্তি, যিনি আপনাকে রাজনীতির এমন সত্য বিষয়াবলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, যা আপনি দেখতে পাচ্ছেন না। কারণ, ম্যালকমকে আল্লাহ দূরদৃষ্টির রহমতে সিক্ত করেছিলেন।
ম্যালকম পাঠে জরুরি হলো— তাঁর জীবনের বাঁক-পরিবর্তনগুলো বুঝতে পারা। তিনি অনবরত পরিবর্তন হয়েছেন। ধর্মহীন জীবন থেকে ন্যাশন অব ইসলামে এসেছেন। সেখান থেকে অভিযাত্রা করেন সত্যিকার ইসলামের দিকে। তিনি প্রথম দিকে সেক্যুলার ভাবাদর্শ ও কালো জাতীয়তাবাদ প্রচার করেছেন, কিন্তু হজ ও আফ্রিকা সফরের পর তিনি তাঁর অবস্থান পরিবর্তন করেন। অবশ্য তাঁর সেক্যুলার ভাবাদর্শ প্রচারের আরেকটি বড়ো কারণ হলো— তিনি বিভিন্ন চার্চ ও কমিউনিস্ট ভেন্যুতেও বক্তব্য রেখেছেন। কিন্তু তিনি হজে গিয়ে অনুভব করেন— বর্ণ-বৈষম্য কেবল দূর হতে পারে ইসলামকে আলিঙ্গনের মাধ্যমেই।
এই বইয়ে সংকলিত বক্তব্য ও সাক্ষাৎকারগুলোর সময় উল্লেখ করে দেওয়া হয়েছে। সময়ের পরিবর্তনে তাঁর চিন্তাধারার যে পরিবর্তন সাধিত হয়েছে, তা পাঠককে ধরতে পারতে হবে। আমরা তাঁর বক্তব্যে কাটছাঁট করিনি। তাঁর উপলব্ধির বিবর্তনসহ-ই তিনি শহিদ মালিক শাবাজ ম্যালকম— যিনি যখনই সত্যের সাক্ষাৎ পেয়েছেন তা গ্রহণ করেছেন, ভুলগুলোকে শুধরে নিয়েছেন এবং তা বিভিন্ন সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন। এই বইয়ে পাঠক তা লক্ষ করে থাকবেন।
ম্যালকম এক্স এর দ্যা ব্যালট অর দ্যা বুলেট এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 180.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। The Ballot Or The Bullet by Malcom Xis now available in boiferry for only 180.00 TK. You can also read the e-book version of this book in boiferry.