Loading...
মোশারেফ হোসেন শাজাহান
লেখকের জীবনী
মোশারেফ হোসেন শাজাহান (Mosharef Hossain Shajahan)

মােশারেফ হােসেন শাজাহান ইংরেজির ১৯৩৯ সনের ১৯শে সেপ্টেম্বর ভােলাতে একটি সম্ভ্রান্ত ও প্রতিপত্তিশালী পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আলতাজের রহমান বৃহত্তর বরিশালের একজন স্বনামখ্যাত ব্যক্তিত্ব ছিলেন । তিন ভাইর মধ্যে জ্যেষ্ঠ । তিন কন্যা এক পুত্রের জনক। স্ত্রী ফিরােজা বেগম, পেশা অধ্যাপনা। সমাজসেবায় নিমগ্ন, জাতীয় বন্ধুজন পরিষদের প্রতিষ্ঠাতা । রাজনীতিতে সক্রিয়, পাঁচবার সংসদে নির্বাচিত। দীর্ঘ পঁচিশ বছর পর ‘এষণা’ উপন্যাস লেখার মাধ্যমে লেখা শুরু।