‘সাফল্যের বিজ্ঞান’ গ্রন্থে চারটি পরিচ্ছেদে সাফল্যের বিজ্ঞানভিত্তিক বা গবেষণানির্ভর উপায় ও উপকরণ যথাসাধ্য সহজ করে ব্যাখ্যা করব। আসর জমানো মুখরোচক গল্পের চেয়ে নির্মোহ বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সাফল্যের সবচেয়ে কার্যকর, অপরিহার্য সব উপায় এবং উপকরণকে এই গ্রন্থে প্রাধান্য দেয়া হয়েছে। এ গ্রন্থটি জীবনের প্রতিটা সাফল্য-ব্যর্থতাকে নির্ভুলভাবে ব্যাখ্যা করতে আপনাকে সাহায্য করবে।
প্রথম পরিচ্ছেদে সাফল্যকে সংজ্ঞায়িত করা, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা এবং সে লক্ষ্যে অবিচল থাকার জন্য যে ইতিবাচক মানসিকতার প্রয়োজন হয় অর্থাৎ যে কাঠামো বা কঙ্কালের ওপর সাফল্য রচিত হয় তা নিয়ে আলোচনা করব।
দ্বিতীয় পরিচ্ছেদে আমাদের ব্যর্থতার জন্য দায়ী প্রতিটা কারণ বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করব। অমূলক ভয়-ভীতি, অজানা আতঙ্ক এবং অকারণ আলস্য আমাদের সামনে যে অদৃশ্য দেয়াল তৈরি করেছে তার রসদ যোগান দিয়েছে আমাদের বেড়ে ওঠার পরিবেশ, জীবনের নানান অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমাদের অজান্তেই আমরা তৈরি হয়েছি আজকের আমি-আপনি হিসেবে। মনের অবচেতনে লেখা নেতিবাচক দিকসমূহকে চিহ্নিত করা এবং তা মুছে ফেলার পদ্ধতি নিয়ে কথা বলব এ পরিচ্ছেদে।
তৃতীয় পরিচ্ছেদে বিশেষ দক্ষতা (Hard Skills) নিয়ে কথা বলব। যাদের সামনে কজের সুযোগ বা সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই, তাদের জন্য কিছু কাজের কথা বলব। আমাদের চারপাশে হাজারো সম্ভাবনাময় কাজ বা ব্যবসার সুযোগ ছড়িয়ে-ছিটিয়ে আছে। কীভাবে একটা কাজ বা ব্যবসা শুরু করবেন তার কিছু সুনির্দিষ্ট ধারণা দেবো। স্বল্প সময়ে কর্মদক্ষতা তৈরি এবং বাস্তবতাকে জয় করার প্রমাণিত ও বৈজ্ঞানিক ধারণা নিয়ে কথা বলবÑযা একজন উদ্যোক্তা বা পেশাজীবীকে অন্যদের তুলনায় আলাদা উচ্চতায় নিয়ে যাবে।
চতুর্থ পরিচ্ছেদে সফল মানুষদের সাতটি চিরন্তন অভ্যাস নিয়ে আলোচনা করব। পরিবেশ, অভিজ্ঞতা বা প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা থেকে অথবা নিজে উদ্যোগী হয়ে যারা এ অভ্যাসগুলো তৈরি করেছে, সাফল্য তাদের কাছে নিশ্বাস নেয়ার মতোই স্বাভাবিক ব্যাপার। এই অভ্যাসগুলো দেশ, জাতি, পেশা নির্বিশেষে প্রতিটা সফল মানুষের মধ্যে বর্তমান। এ সাতটি অভ্যাস তৈরি করে অগণিত মানুষ তাদের জীবনকে আরো সুন্দর, সফল ও অর্থবহ করেছে। ডেভিড জে. শ্বার্টজ, নেপোলিয়ন হিল, অ্যান্থনি রবিন্স, শিব খেরা, স্টিফেন কভি, ডেল কার্নেগি, আত্মোন্নয়নের বিশ্ববরেণ্য সব লেখক, বক্তা, সুফীসাধক, ইয়োগি-ঋষি এই সাতটি শাশ্বত অভ্যাস তৈরি করতে বলেছেন।
এ সাতটি অভ্যাস তৈরি করাই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার মতো সবচেয়ে কঠিন কাজ। এ কারণেই আমরা বিভিন্ন মোটিভেশনাল স্পিচ বা ভিডিও থেকে ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়াই বিল গেটস বা মার্ক জুকারবার্গ হওয়ার ফর্মুলা পেয়ে যাই। এসব মুখরোচক গল্প খুবই ভালো লাগে কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এ বই পড়ে আপনি বিল গেটস হবেন না, কেন হবেন না, তাও বুঝতে পারবেন। তবে সুখবর হচ্ছে, আপনাকে বিল গেটস হতে হবে না। সফল হতে হবে। সফল আপনি হতে পারবেন। কীভাবে? পড়তে থাকুন, চিন্তার দুয়ার খুলে। শুভ কামনা।
আপনি যদি মনে করেন আপনি একজন পার্সন, তবে আপনি একটা ব্র্যান্ড। প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি আপনার ব্র্যান্ড ম্যানেজ করছেন ? আপনি একজন চাকুরীজীবি, পেশাজীবী বা উদ্যোক্তা হলে আপনার পদোন্নতি, সাফল্য বা মুনাফার সাথে আপনার ব্যাক্তিগত সুনামের সম্পর্ক সমানুপাতিক।
ব্যাক্তি ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার পরীক্ষিত, প্রমাণিত মূলনীতি ও আদর্শ চর্চা নিয়ে লেখা এ বই আপনার ব্যক্তি ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে অরুচি এবং আলস্য দূর করবে। আত্মউন্নয়ন এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ে বিনিয়োগে উদ্যোগী করবে। নতুন উদ্যোগে অনুপ্রাণিত করবে। এছাড়া এ বই থেকে সোশ্যাল কন্টেন্ট তৈরি ও মার্কেটিংয়ের কিছু গুপ্ত জ্ঞান অর্জন করবেন যা জনসম্মুখে বলা যায় না।
এই সকল বিষয় নিয়েই সজল রোশনের বই "পার্সোনাল ব্র্যান্ডিং ও সোশাল মিডিয়া"। আশা করি, বইটি আপনার নিজের ব্র্যান্ডিং আর সোশ্যাল মিডিয়া জীবনকে আরও অর্থবহ এবং সফল করে তুলবে।
"রিলিজিয়াস মাইন্ডসেট"
বিশ্বাসের ঢেঁকি গেলা সজল রোশন এই বাংলা বাগধারার অর্থ কারো অনুরোধে ঢেঁকি গেলার মতো অসম্ভব কঠিন কাজ করা। এমন অসম্ভব কাজ মানুষ কারো অনুরোধে না করলেও ধর্ম বিশ্বাসে করে। পুণ্যের আশায় একসময় সদ্য বিধবা নারী স্বামীর চিতায় আত্মাহুতি দিতো। একই আশায় নিরীহ মানুষ হত্যা করতে কথিত পুণ্যার্থীরা আত্মঘাতী হামলা করে। আপনার ধর্মীয় দৃষ্টিকোণ এবং অবস্থান যাই হোক, এই বইটি আপনার ভাবনায় বড় রকমের পরিবর্তন আনবে। নাস্তিকদের অনেকে যেমন ধর্মের প্রয়োজনীয়তা উপলব্ধি করবেন। আমরা ধার্মিকরাও বুঝতে পারব যে ধর্মের নামে আমরা বেশির ভাগ মুসলমান বিভিন্ন অধর্মের বৃত্তে বন্দী। এই বইটি পরিচিত বৃত্তের বাইরে থেকে ধর্মের মূল্যায়নের একটি চেষ্টা। ধর্ম নিয়ে এই নির্মোহ, নিরপেক্ষ বিশ্লেষণ করা খুবই কঠিন। কারণ আমরা প্রতিটি মানুষ ধর্মকে আমাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্তের ভিত্তিতে মূল্যায়ন করতে পছন্দ করি, তাই দিন শেষে ধর্ম নিয়ে যে যার অবস্থানে অনড়। অথচ ধর্ম নিয়ে আলোচিত বিতরকের বেশিরভাগ বিষয়ে আসলে ধর্মের সাথে সর্ম্পকিতই না। এই বইটি ইসলাম ধর্মের প্রধান করনীয়-বর্জনীয় সম্পর্কে মুসলিম,অমুসলিম, সেক্যুলারএমনকি নাস্তিক সবার ভাবনায় একটা বিপ্লবিক পরিবর্তন আনবে। তবে এটি কোন ধর্মীয় ফতোয়া, পরামর্শ বা সিদ্ধান্ত নয়। সংশ্লিষ্ট বিষয় প্রয়োগিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত বিচার-বিশ্লেষণ প্রযোজ্য। এই বইয়ে পবিত্র কোরআনের আলোকে আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় নানান অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছি। কোরআনের মূলনীতির (বিশ্বাস ও সৎকর্ম) সাথে সম্পর্কহীন, সমাজ-সংসারের গুরুত্বহীন কিছু রীতি রেওয়াজ আমরা ধর্ম হিসাবে পালন করি।ব্যক্তি বা গোষ্ঠীর কথিত ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠা চরম পন্থা অনুসরণ করে ধর্মকে গেলার অযোগ্য ঢেঁকি বানিয়েছি। কোরআনের শাশ্বত সৌন্দর্য ও সরল পথ ভুলে মুসলমানরা আজ দলে দলে বিভক্তঅথচ এই কোরআন আরবের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একত্রিত করে সারা পৃথিবীর অনুকরণীয় আদর্শ এবংঅজেয় পরাশক্তি বানিয়েছে।
সজল রোশন এর সজল রোশনের সেরা ৩টি বই এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 1040 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Sojol Roshon Er Sera 3 ti Boi by Sajal Roshanis now available in boiferry for only 1040 TK. You can also read the e-book version of this book in boiferry.