বাহিরে কুয়াশা-বর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলার আলাে ঝলমল করিতেছিল। বাড়ির তেতলার ঘর কয়টি লইয়া আমাদের বাসা, বসিবার ঘরটির গৰাক্ষপথে শহরের ও আকাশের একাংশ বেশ দেখা যায়। নীচে নবােম্বুদ্ধ নগরীর কর্মকোলাহল আরম্ভ হইয়া গিয়াছে। হ্যারিসন রােদের উপর গাড়ি-মােটর-ট্রামের ছুটাছুটি ও ব্যস্ততার অন্ত নাই। আকাশেও এই চাঞ্চল্য কিয়ৎপরিমাণে প্রতিফলিত হইয়াছে। চড়াই পাখিগুলাে অনাবশ্যক কিচিমিচি করিতে করিতে আকাশে উড়িয়া বেড়াইতেছে; তাহাদের অনেক উর্ধ্বে একঝাঁক পায়রা কলিকাতা শহরটাকে নীচে ফেলিয়া যেন সূর্যলােক পরিভ্রমণ করিবার আশায় উগ্ধ হইতে আরাে উর্ধ্বে উঠিতেছে।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর পথের কাঁটা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 100.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Pother Kanta by Sharadindu Bandyopadhyayis now available in boiferry for only 100.00 TK. You can also read the e-book version of this book in boiferry.