এই পৃথিবীতে সবাই অসাধারণ হতে চায় কিংবা হয়েও থাকে কিন্তু কেউ সাধারণ হতে চায় ও না বা পারেও না।পৃথিবীর সব মানুষ সাধারণ হয়েই জন্ম নেয় আবার এই সাধারণ মানুষই আবার অসাধারণ হয়ে উঠে তার কর্ম,কথা ও চরিত্রের মাঝে।
সৌহার্দ্য মেহরাফ এক সাধারণ চরিত্র থেকেই অস্বিতের প্রয়োজনে নিজের কথা ও কর্ম দিয়ে অসাধারণ হয়ে উঠে।
সৌহার্দ্য বেশ বইপ্রেমি বই পড়তে বেশ পছন্দ করে।একজন তুখোড় বই পড়ুয়া। সৌহার্দ্য মেহরাফ একজন ডিবির অফিসার যার চরিত্রে রয়েছে রহস্য,যুক্তি আর ভালোবাসা।
সৌহার্দ্য মেহরাফ এমন একজন মানুষ যে কিনা অন্যায় কে প্রশয় দেয় না ন্যায়ের পথে চলে।আদৌ কি তা সত্য নাকি সব অভিনয় মুখোশের আড়ালে লুকিয়ে মিথ্যা অভিনয়।পুরো উপন্যাস জুড়ে সৌহার্দ্য কে গোয়েন্দা মনে হলেও সৌহার্দ্য চরিত্র টি আসলে অন্য কিছু। একজন গোয়েন্দা, খুনি নাকি একজন একনিষ্ঠ প্রেমিক। সৌহার্দ্য মেহরাফ রাত জেগে বই পড়বে, গোয়েন্দা গিরি করবে , বেপরোয়া প্রেমিক হবে আর নয়তো রাতের অন্ধকারে হবে নরখাদক।আসলে সে কোন চরিত্রের মানুষ।
সৌহার্দ্য মেহরাফ জীবনের থ্রিল শিখাতে বারবার আসবে। উপন্যাসের প্রধান চরিত্র রহস্যময় মানুষ যে রাতের অন্ধকারে নরপিশাচের মত একে একে সব ভয়ঙ্কর খুন গুলো করে যাচ্ছে। মানুষের মাংস যার পছন্দের তালিকায় তার নাম অনুসারে রাখা হয়েছে শহরতলীতে নরখাদক।
যদিও কখন আমায় হারিয়ে ফেলো
যদি কখন ও আমায় খুজে না পাও
খুজতে যেও না এই পাপের শহরে
আমায় যে পাবে না খুজে
যদি আমায় পেতে চাও
রাতের অন্ধকারে বিস্তৃত আকাশের
দিকে তাকিয়ে আমায় খুজে নিও
সাদা কালো মেঘের আড়ালে
যেভাবে চাদ লুকিয়ে থাকে
আমিও সেভাবে মিশে আছি
এই শহরের ইট পাথরের মাঝে।
আমি আছি
আমি থাকব চিরকাল।
জান্নাতুন নাঈম ইরা
জান্নাতুন নাঈম ইরা এর শহরতলীতে নরখাদক এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 210.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। cannibals-in-the-suburbs by Jannatun Naeem Irais now available in boiferry for only 210.00 TK. You can also read the e-book version of this book in boiferry.