"পদার্থবিজ্ঞান কুইজ ও অলিম্পিয়াড" বইয়ের ফ্ল্যাপের লেখা:
পদার্থবিজ্ঞান একটি বিপুল বিষয়। তার সমস্ত শাখা প্রশাখার পরিচয় একজন লেখকের পক্ষে দেওয়া সম্ভব নয়। একটি বইয়ের মধ্যে ধরানােও অসম্ভব। তারপরও এই বইয়ে আমরা আলােচনা করেছি পদার্থবিজ্ঞানের প্রায়সমস্ত শাখার, বিশেষভাবে আলােচিত হয়েছে কিছু প্রশ্ন-উত্তর নিয়ে। পদার্থবিজ্ঞানের সাথে যাদের রােজ দেখা সাক্ষাৎ হয় না, পরিচয়ও খুব ঘনিষ্ঠ নয়, তাদের কাছে পদার্থবিজ্ঞানের একটা রূপরেখা তুলে ধরায় এই বইয়ের মূল উদ্দেশ্য। কুইজ বা প্রহেলিকা জাতীয় বইয়ের ক্ষেত্রে একজন লেখকের ভূমিকা মূলত একজন সংগ্রাহকের মতাে। চেষ্টা করা হয়েছে এমনভাবে বইটি তৈরি করতে যাতে পদার্থবিজ্ঞানের সাথে যাদের পূর্ব পরিচয় একেবারেই নেই তারাও বইটি পড়ে যাতে বুঝতে পারেন। বইটি পড়তে পড়তে পাঠক হয়তাে বুঝবেন পদার্থবিজ্ঞান কতােটা সতেজ, কতাে প্রাণবন্ত, বুঝবেন আরও কত কি জানবার আছে, বুঝবার আছে এই জগতে। এসব জেনে যদি একজন পাঠকের মনেও পদার্থবিজ্ঞানের প্রতি আকর্ষণ বা অনুরাগ জেগে ওঠে, তবে সেটুকুই লেখকের পুরস্কার। আর যারা পদার্থবিজ্ঞানের ছাত্র-ছাত্রী তাদের কাছে বইটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স। তাই বইয়ের দ্বিতীয়াংশে যুক্ত করা হয়েছে সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অল্পিয়াডের প্রশ্ন-উত্তরসমূহ।
সৌমেন সাহা এর পদার্থবিজ্ঞান কুইজ ও অলিম্পিয়াড এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 396.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Physics Quiz And Olympiad by Shoumen Sahais now available in boiferry for only 396.00 TK. You can also read the e-book version of this book in boiferry.