যে সকল বিষয় অন্তরের একনিষ্ঠতা ও একত্বতা বিনষ্ট করে, দুনিয়ার সঙ্গে অন্তরের সম্পর্ক বৃদ্ধি, মজবুত ও গভীর করে, সর্বোপরি আখেরাতের প্রতি উদাসীন ও বিমুখ করে, সেসবের অন্যতম হচ্ছে ‘নেতৃত্বের লোভ’। নেতৃত্বের লোভ এক ধ্বংসাত্মক রোগ; দুরারোগ্য ব্যাধি। এর জন্য অঢেল সম্পদ ব্যয় করা হয়, মানুষের রক্ত প্রবাহিত হয়। নেতৃত্বের জন্য ভাই-ভাইয়ের মাঝে শত্রæতা-বিদ্বেষ ও দুশমনি সৃষ্টি হয়। শুধু তাই নয়, বরং পিতা-পুত্রের মাঝেও দ্ব›দ্ব-সংঘাতের সৃষ্টি হয়। এ কারণেই এ ব্যাধিকে ‘গুপ্ত বাসনা’ও বলা হয়।
প্রিয় পাঠক!
এই ভয়াবহ ও খতরনাক বিষয়েই আমরা কিছুটা বিস্তারিতরূপে আলোচনা করব আমাদের এই বক্ষ্যমাণ গ্রন্থে। আলোচনা করব নেতৃত্ব-লোভের প্রকৃতি ও তাকে গুপ্ত বাসনা বলে নামকরণ করার কারণ সম্পর্কে; নেতৃত্বের গুরুত্ব এবং এর প্রতি মানুষের প্রয়োজনীয়তা ও মুখাপেক্ষিতা সম্পর্কে। আরও আলোচনা করব নেতৃত্বের ব্যাপারে একজন মুসলিমের অবস্থান, ভূমিকা, নেতৃত্ব-লোভের বিভিন্ন কারণ, রূপ, লক্ষণ ও এর চিকিৎসা সম্পর্কে।
এ থেকে মুক্তি পেতে হলে আমাদের ফিরে যেতে হবে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহর দিকে; চলতে হবে প্রথম সারির সালাফে সালেহীনের অনুসৃত পথ অনুসরণ করে। পরিশেষে আমরা আল্লাহর দরবারে হেদায়েত ও সঠিক বুঝ প্রার্থনা করি। আমীন।
শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ এর নেতৃত্বের লোভ করবেন না এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 125.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Netritter Lov Korben Na by Shaikh Mohammad Saleh Al Munajjidis now available in boiferry for only 125.00 TK. You can also read the e-book version of this book in boiferry.