ভালো মানুষ হওয়ার জন্য সবার আগে প্রয়োজন আত্মার সংশোধন। আত্মার সংশোধন ছাড়া দুনিয়া-আখিরাতের কল্যাণ লাভ করা সম্ভব নয়। যার অন্তর সংশোধন হয়ে যায়, সে-ই প্রকৃত সফল। কিন্তু আত্মশুদ্ধির পথে রয়েছে নানান তরীকা। সঠিক তরীকা খুঁজে না পাওয়ার ফলে মানুষ অন্তরকে জীবন্ত করার বদলে মেরে ফেলে। কোন তরীকাটি সঠিক সাধারণ মানুষের জন্য তা খুঁজে বের করা অত্যন্ত কঠিন। এই কঠিন কাজটি সহজ করে দিয়েছেন অষ্টম শতাব্দীর মহান ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ)। তিনি ছিলেন আত্মার অভিজ্ঞ চিকিৎসক।
প্রায় ছয়শত বছর পূর্বে তিনি আত্মশুদ্ধি-বিষয়ে পৃথিবীর সেরা একটি কিতাব রচনা করেছেন, যার নাম মাদারিজুস সালিকীন। সচেতন মুসলিম মাত্রই এই বইটির গুরুত্ব উপলব্ধি করেন। পৃথিবীর অসংখ্য ভাষায় এই বইটি অনূদিত হয়েছে। হাজার হাজার বইয়ে এর উদ্ধৃতি দেওয়া হয়। এটি আত্মশুদ্ধি-বিষয়ে রেফারেন্স-বুক হিসেবে সমাদৃত। আলহামদুলিল্লাহ, দীর্ঘ পরিশ্রমের পর বিখ্যাত এই বইটির প্রাঞ্জল অনুবাদ নিয়ে এসেছি আমরা। বইটি যত বেশি পড়া হবে, পাঠক তত বেশি উপকৃত হবে এবং নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করতে উৎসাহ পাবে।
লেখক বইটিতে কুরআন-সুন্নাহর আলোকে আত্মশুদ্ধির সঠিক পথ দেখিয়েছেন। আত্মশুদ্ধি অর্জন করার জন্য তিনি অর্ধশত মানযিলের বর্ণনা দিয়েছেন। এ রকম কিছু মানযিল হলো—তাওবা, আল্লাহভীতি, গভীর ধ্যানে মগ্ন হওয়া, আল্লাহর ওপর ভরসা করা, সবর, শোকর, উত্তম চরিত্র, আল্লাহর স্মরণ, আত্মসম্মানবোধ ইত্যাদি। আত্মশুদ্ধির পথে এই বইয়ের প্রতিটি মানযিল খুবই গুরুত্বপূর্ণ। এই বইয়ে রয়েছে এক মানযিল থেকে আরেক মানযিলে সফর করার দিকনির্দেশনা। যে নির্দেশনায় বান্দা একের-পর-এক মানযিল পাড়ি দিয়ে হয়ে ওঠে আল্লাহওয়ালা।
Madarijuis Salikin : Allahwala Howyar Sharbik Diknirdesona,Madarijuis Salikin : Allahwala Howyar Sharbik Diknirdesona in boiferry,Madarijuis Salikin : Allahwala Howyar Sharbik Diknirdesona buy online,Madarijuis Salikin : Allahwala Howyar Sharbik Diknirdesona by Imam Ibnul Qayyim (Rah.),Madarijuis Salikin : Allahwala Howyar Sharbik Diknirdesona Ebook,Madarijuis Salikin : Allahwala Howyar Sharbik Diknirdesona Ebook in BD,Madarijuis Salikin : Allahwala Howyar Sharbik Diknirdesona Ebook in Dhaka,Madarijuis Salikin : Allahwala Howyar Sharbik Diknirdesona Ebook in Bangladesh,Madarijuis Salikin : Allahwala Howyar Sharbik Diknirdesona Ebook in boiferry,মাদারিজুস সালিকীন,মাদারিজুস সালিকীন বইফেরীতে,মাদারিজুস সালিকীন অনলাইনে কিনুন,ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) এর মাদারিজুস সালিকীন,মাদারিজুস সালিকীন ইবুক,মাদারিজুস সালিকীন ইবুক বিডি,মাদারিজুস সালিকীন ইবুক ঢাকায়,মাদারিজুস সালিকীন ইবুক বাংলাদেশে
ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) এর মাদারিজুস সালিকীন এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 616.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Madarijuis Salikin : Allahwala Howyar Sharbik Diknirdesona by Imam Ibnul Qayyim (Rah.)is now available in boiferry for only 616.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন |
হার্ডকভার | ৬৪০ পাতা |
প্রথম প্রকাশ |
2022-06-05 |
প্রকাশনী |
মাকতাবাতুল বায়ান |
ISBN: |
|
ভাষা |
বাংলা |
ক্রেতার পর্যালোচনা
1-2 থেকে 2 পর্যালোচনা
-
পর্যালোচনা লিখেছেন 'Sabbir Ahammed'
একজন বান্দা একদিনে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে না। তাকে দীর্ঘ পথ এক পা এক পা করে সামনে এগোতে হয়, পাড়ি দিতে হয় সেই মিথ্যার মায়াজালের পথ ভেদ করে। আর সূরা ফাতিহাই দেখাবে সেই পথের সন্ধান যেখানে তাওবা, আল্লাহ অভিমুখী হওয়া, শিক্ষা গ্রহণ করা, আল্লাহ ভীতি, একাগ্রতা, নত হওয়া, দুনিয়াবিমুখতা, একনিষ্ঠতা, তাওয়াক্কুল, ধৈর্যসহ ধাপে ধাপে পরিবর্তন হওয়ার মাধ্যম সম্পর্কে জানা যাবে। কিন্তু শুধুমাত্র সরল অনুবাদের মাধ্যমে বা সূরা মুখস্থের মাঝে সেইসব জ্ঞান আমাদের মত সাধারণ মানুষদের জন্য বোধগম্য নয়। তাইতো প্রয়োজন হয় ব্যাখ্যাসহ জানার। নিজেদেরকে সংশোধন অর্থাৎ নিজেদের আত্মাকে সংশোধন করতে পারলেই প্রকৃত সফল মানুষ হিসেবে নিজেকে মনে করতে পারেন। আর বহুবছর আগে আত্মশুদ্ধির বিষয়ে ইমাম কাইয়্যম (রহিমাহুল্লাহ) এরকম একটা বহুল পরিচিত মাদারিজুস সালেকীন নামক কিতাব 'রচনা করে গেছেন। বাংলা ভাষাভাষী মানুষদেরকে এ আত্মশুদ্ধিমূলক গ্রন্থ উপহার দিয়েছে মাকতাবাতুল বায়ান। ইবনু কাইয়্যিম আল জাওযিয়্যাহ (রহ) এর লেখা মাদারিজুস সালেকীনের পরিমার্জনায় ছিলেন শাইখ সালিহ আহমাদ শামি'ও অনুবাদক হিসেবে কলম ধরেছেন মাওলানা আ'সাদ আফরোজ।
বইটির পর্যালোচনা—
৬৪০ পৃষ্ঠার এ বইটিকে মোট ৩টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। তিনটি ভাগেই সূরা ফাতিহার ধারাবাহিকতায় আলোচনা ফুটে উঠেছে। যেমন—
* ১ম অধ্যায়কে মোট ৭টি পরিচ্ছেদে ভাগ করে সূরা ফাতিহার সবগুলো আয়াতের বেশ মোটামুটি আলোচনা করা হয়েছে।
* ২য় অধ্যায়ে আল্লাহর নিকট চাওয়ার ব্যাপার নিয়ে মোট ৫৮টি মনজিলের বিস্তর আলোচনা এখানে স্থান পেয়েছে। কীভাবে ধাপে ধাপে নিজেকে আল্লাহর কাছের বান্দা হিসাবে তৈরি করা যায় সেসব বিস্তারিত বলা হয়েছে। একনিষ্ঠতা, ইবাদাতের ভিত্তিসমূহ,দাসত্ব কেমন হওয়া উচিত, ইয়্যাকা না'বুদু এর স্তর, ইহদিনা (اهدنا) এর মধ্যে হিদায়েতের বিভিন্ন স্তর, চিন্তা ভাবনা, দূরদর্শিতা, সুদৃঢ় সংকল্প, তাওবার প্রথম ও শেষ মাঞ্জিল, তাওবার শর্ত, বান্দাকে গুনাহ করতে ছেড়ে দেওয়ার রহস্য, বিশেষ ব্যক্তিদের জন্য কি বিশেষ তাওবার ব্যবস্থা আছে কি না,গুনাহ কত রকমের হতে পারে, আল্লাহ মুখী হওয়ার আলামতসমূহ, আল্লাহভীতি, একাগ্রতা, নত হওয়া, দুনিয়াবিমুখতা, অপবিত্র থেকে বেঁচে থাকা, আশা করার উপকারিতা, আল্লাহর সম্মানিত বস্তুসমূহকে সম্মান করা, শাস্তির ভয় ও সাওয়াবের আশা না করে ইবাদাত করা কি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত কি না, তাওয়াক্কুলের মর্যাদা,প্রকার ও প্রকৃত মর্ম কি, ধৈর্য ধারণ তথা সবরের বিষয়, সন্তুষ্টি, শোকর আদায়,দানশীলতা, উত্তম চরিত্র, উদারতা, দরিদ্রতা, ভালোবাসা, প্রশান্তি, ইলম ও মা'রিফতের মধ্যে পার্থক্য কি— এসব অসংখ্য বিষয় নিয়ে এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে।
* ৩য় অধ্যায়ে কিছু পরিভাষা এবং পরিভাষার জ্ঞান থেকে সাধারণ মানুষের দূরত্বের আলোচনা স্থান পেয়েছে। সাথে সাদা কাগজের পাতায় কালো অক্ষরে আরও কিছু লেখা স্থান পেয়েছে। যেমন— আল্লাহর ব্যাপারে এমন দশটি পর্দা যা তাঁর থেকে আলাদা করে এবং বিভিন্ন আমলের কেমন কি উপকারিতা ও ফলাফল তাও ফুটে তোলা হয়েছে।
আশাকরি এ বইটি পড়ে আমল করলে পাঠকমহল অনেক বেশি উপকার লাভ করবে। আর বাংলা ভাষাভাষী মানুষদের জন্য এটা একটা বিরাট পাওয়া। সবারই উচিত এমন কিছু গ্রন্থ পড়া যা থেকে আত্মার প্রশান্তি লাভ হয় এবং সঠিক পথে চলার দিকনির্দেশনা পাওয়া যায়। আল্লাহ মাকতাবাতুল বায়ানের এ কাজকে কবুল করুন।
June 20, 2022
-
পর্যালোচনা লিখেছেন 'Rakibul Hasan'
"উম্মুল কোরআন" অর্থাৎ কোরআনের জননী। পবিত্র কোরআনুল কারীমের ১১৪ টি সূরার মাঝে এই বিশেষণটি কেবল সূরা ফাতিহাকেই বিশেষিত করে। তাছাড়া সূরা ফাতিহা এর যথাযথ দাবিদার ও বটে। যার অন্যতম কারণ হচ্ছে—গাম্ভীর্যতা। মাত্র সাত আয়াত বিশিষ্ট ক্ষুদ্র পরিসরের এই সূরাটি গাম্ভীর্যতায় যেন সকল সূরাকে হার মানায়। তাইতো সূরা ফাতিহাকে কোরআনের সারনির্যাস বলে আখ্যা দেয়া হয়। তবে সূরা ফাতিহার মূলভাব এতটাই গভীর যে ঐশী প্রদত্ত ইলমের সীমাবদ্ধতার দরুন, সাধারণ পাঠকদের জন্য তা এক দুর্বোধ্য বিষয়। দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতে অনর্গল সূরা ফাতিহা পাঠ করে যাওয়া আমরাই এর যথাযথ মর্ম উদঘাটনে ব্যর্থ। তাছাড়া কেবলমাত্র তরজমা কিংবা তাফসীর পাঠে এর যথাযথ মর্ম অনুধাবন সম্ভব নয়; প্রয়োজন ইলমে দ্বীনের গভীর জ্ঞান ও বিস্তর গবেষনা। তাইতে আরব বিশ্বের প্রখ্যাত দায়ী ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার অর্জিত ইলমে-ওহীর সুবিশাল ভান্ডার ও দীর্ঘ তাদাব্বুর থেকে রচনা করেন "মাদারিজুস সালিকীন" শিরোনামের এক অনন্য গ্রন্থ।
"মাদারিজুস সালেকীন" ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লার একক কোন রচনা নয়। এটি মূলত "মানাযিলুস সায়িরীন" কিতাবের ব্যাখ্যা গ্রন্থ। তবে আরবের অন্যতম সাহিত্যিক সালিহ আহমাদ শামি হাফিযাহুল্লাহ "মাদারিজুস সালিকীন" গ্রন্থটিকে পরিমার্জন করে কেবলমাত্র ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর মতামতগুলো এক মলাটে আবদ্ধ করেছেন। তাই বক্ষ্যমাণ গ্রন্থটিকে কাইয়্যিম রাহিমাহুল্লার একক গ্রন্থ হিসেবেই বিবেচিত। তাছাড়া বইটিকে বাংলা ভাষাভাষীদের জন্য উপযোগী করে তুলেছেন মাওলানা আসাদ আফরোজ।
আলোচ্য গ্রন্থটি মূলত ৩ টি বিষেশ অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে লেখক সূরা ফাতিহা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। "সূরা আল-ফাতিহার উচ্চতর লক্ষ্য-উদ্দেশ্য", "সূরা ফাতিহায় তাওহীদ বা একত্মবাদ", "সূরা ফাতিহায় ইবাদাত ও সাহায্য প্রার্থনা" সহ আরও বিভিন্ন শিরোনামের আওতায় লেখক সূরা ফাতিহার বেশ কয়েকটি বিষয়ে সুবিস্তৃতভাবে আলোচনা করেছেন। যা পাঠকের চিন্তার পরিধিকে দীর্ঘায়িত করবে এবং অধ্যায় শেষে পাঠক সূরা ফাতিহাকে নতুনভাবে জানতে পারবে।
দ্বিতীয় অধ্যায়ে লেখক আলোচনা করেছেন إياك نعبد وإياك نستعين (আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকটই সাহায্য প্রার্থনা করি)—উক্ত আয়াতের বাস্তবায়ন সম্পর্কে। অর্থাৎ আমরা কিভাবে আল্লাহর ইবাদাত করব, কিভাবে তার কাছে সাহায্য কামনা করব, সেই বিষয়টিকে মুখ্যরূপে মোট ৫৮ টি মানজিলে ফুটিয়ে তুলেছেন। ইবাদাত বলতে আমরা হয়তো কেবল ইসলামের মৌলিক বিষয়গুলোকেই বুঝি। তবে এসবের বাইরে আমাদের তাকওয়া, তাওবা, একাগ্রতা, দুনিয়াবিমুখতা, ধৈর্য, শোকর— এ সকল কিছুই যে আমাদের ইবাদাতের অন্তর্ভুক্ত; দ্বিতীয় অধ্যায় শেষে পাঠক এই বিষয়টিই উপলব্ধি করতে পারবে।
সর্বশেষ তৃতীয় অধ্যায়ে লেখক কিছু প্রবন্ধমালা তুলে ধরেছেন। এই প্রবন্ধগুলো মূলত "মাদারিজুস সালিকীন" গ্রন্থে বিক্ষিপ্ত অবস্থায় ছিল। বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যতা এবং পাঠকের কল্যাণ কামনায় লেখক সেগুলোকে গ্রন্থের শেষে একত্রিত করেছেন। যা থেকে পাঠক জানতে পারবে আখিরাত থেকে দূরে থাকার কারণ, বিভিন্ন আমলের উপকারিতা, অন্তর বিনষ্টকারী বিষয়সমূহের মত নানান গুরুত্বপূর্ণ বিষয়াদি। তবে এসব কিছুকে ছাপিয়ে অনুবাদকের সহজবোধ্য ও সাবলীল অনুবাদ বইটিকে করেছে সকল শ্রেণীর পাঠকের জন্য উপযোগী ও সুখপাঠ্য।
July 25, 2022
লেখকের জীবনী
ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) (Imam Ibnul Qayyim (Rah.))
ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ)