গায়েবী দুধ
চারণভূমি। বিস্তৃত চারণভূমি। মক্কার অদূরে তৃণঘাসে ভরা এই চারণভূমিতে হাজারাে গবাদি পশু চড়ে বেড়ায়। রাখাল বালকেরা এখানে পশু চড়ায়। বালক আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন রাখাল। মক্কার সর্দার উকবার মেষ চড়ানাে তার কাজ। সেই কাকডাকা ভােরে মেষগুলাে নিয়ে বেরিয়ে পড়ে। আবার পড়ন্ত বিকেলে মেষগুলাে তাড়াতে তাড়াতে মক্কায় ফিরে আসে। সারাদিন রােদে পুড়ে পুড়ে মেষ চড়ায়। মাঝে-মধ্যে বুনােঝােপের আড়ালে একটু আধটু বিশ্রাম নেয়। এই তার জীবন। এই তার কাজ।
সেদিন আকাশে ছিল গণগণে উত্তাপ। মরুর সূর্য যেন আগুনের কুণ্ডলী। যেন দারুণ ক্ষিপ্ত, অসম্ভব ক্রুদ্ধ। নির্দ্বিধায় মুঠি মুঠি আগুন ছড়াচ্ছে মরুর বুকে। গােটা প্রকৃতি তখন আগুনে পুড়ছে। তাই দারুণ ক্লান্তি, দারুণ অবসাদে নুয়ে পড়ছে বালক আব্দুল্লাহ ইবনে মাসউদের দেহ। রৌদ্রতাপে পুড়ে যাচ্ছে তার পিঠ । অবশেষে টিকতে না পেরে ক্লান্ত পা দুটি টানতে টানতে একটি ঝোপের আড়ালে আসল। একটু ছায়ায় বসল। ছায়াটা বেশ ভালাে লাগছে। একটু শীতলতায় সুখ সুখ অনুভব করছে। চোখে তার উদাস চাউনি। অজানা উদ্দেশ্যে এদিক সেদিক তার দৃষ্টি ঘুরে ফিরছে। যেন কাউকে খুঁজছে। কাউকে তালাশ করছে।
মাওলানা নাসীম আরাফাত এর কিসরার মুকুট এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 78.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Kisrar Mukut by Mawlana Nasim Arafatis now available in boiferry for only 78.00 TK. You can also read the e-book version of this book in boiferry.