রাখালের তাকওয়া একবার হজরত ওমর (রা.) একটি সফরে গিয়েছিলেন। সফরে থাকাকালীন কোনাে এক স্থানে তাঁর ক্ষুধা পেল। হঠাৎ দেখতে পেলেন, এক রাখাল বকরি চরাচ্ছে। তিনি রাখালের নিকট গেলেন। তাকে বললেন, “তুমি কি আমাকে এক পেয়ালা দুধ পান করাবে?” রাখাল উত্তরে বলল, “জনাব, আপনাকে দুধ পান করাতে পারলে তাে আমি নিজেকে ধন্য মনে করতাম । কিন্তু এসকল বকরির মালিক তাে আমি নই; বরং এগুলাের মালিক অন্য একজন। তিনি আমাকে এখান থেকে কাউকে দুধ পান করানাের অনুমতি দেননি।” হজরত ওমরের (রা.) অভ্যাস ছিল, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের ইমান ও আমলের অবস্থা যাচাই করতেন। তিনি ওই রাখালকে পরীক্ষা করার জন্য বললেন, “আচ্ছা, তুমি আমাকে বকরিটা দিয়ে দেবে? বিনিময়ে আমি তােমাকে কিছু টাকা দেব। এতে আমি দুধও খেতে পারব আবার প্রয়ােজনে গােশতও খেতে পারব, টাকাগুলাে তােমার উপকারে আসবে। আর যদি মালিক বকরি সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তুমি তাকে বলবে যে, হিংস্র প্রাণী সেটাকে খেয়ে ফেলেছে।,
মুহাম্মাদ আবদুল আউয়াল এর গল্পে গল্পে জীবন সাজাই এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 150.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Golpe Golpe Jibon Sajai by Muhammad Abdul Awalis now available in boiferry for only 150.00 TK. You can also read the e-book version of this book in boiferry.