Loading...

জিরাফছানা চিউ (পেপারব্যাক)

স্টক:

১৩৫.০০ ১০৩.৯৫

জিরাফছানা চিউ এর সারসংক্ষেপ:

এক ফর্মার বইটিতে গল্প মোটে দুইটা। লিখেছেন যিনি এঁকেছেনও তিনি। প্রচ্ছদ ও অলঙ্করণ সবই তাঁর হাতে। সহজ সরল বয়ানে চমৎকার দুটি গল্প। প্রথমটা ‘জিরাফছানা চিউ’। গল্পের ছলে মূলত গুলিয়ে খাইয়ে দিলেন প্রাণিবিজ্ঞান। জিরাফদের দলকে যে ‘টাওয়ার্স’ বলে সেটাতো জানলামই, পাশাপাশি জানলাম নেকিং। দলকে অন্য দলের বখাটের হাত থেকে রক্ষা করার গলাগলি প্রয়াস। সবচেয়ে নজর কেড়েছে গল্পের শুরুটা। বেশ নাটকীয় ভঙ্গিতে। ‘ধুপুস করে পড়ল ছানাটা।’ কী চমৎকার ইন্ট্রো!
এই চমকে চমকিত হলেন তো আঁটকে গেলেন গল্পের ফাঁদে। এরপর আর মুক্তি নেই। বাচ্চাদের চোখে আর ভাবনায় এগিয়ে যাবেন গল্পের গভীরে। আরও গভীরে গিয়ে জানা হয়ে যাবে জিরাফের দলে পনেরটা জিরাফ থাকার কথা। কিংবা জিরাফ দুইদিন পর একবার পানি খায় এসব তথ্য । সহজ সাবলীল ভাষায় লেখা গল্পটা পড়লে ভালোলাগায় ভরে যাবে মন। কোথাও কোথাও বর্ণনার মুন্সিয়ানায় ও উপমার রঙিন ঢংয়ে মনের অজান্তেই ঠোঁটের কোনে হাসির রেখা ফুটে উঠবে। যেমন, ‘ছানাটির মা এগিয়ে এসে বলল, ‘অনেক নাচানাচি হয়েছে। এবার এসো তো, টাওয়ার্স এ তোমাকে পরিচয় করিয়ে দেই।’ পুরো গল্পটা জুড়েই এমন সহজ সাবলীল মসৃণ পথ রচনা করেছেন লেখক। হোঁচট খাওয়ার কোনো ভয় নেই।
দ্বিতীয় গল্পটা ‘হাতুড়ি-মাথা ও বাঘা হাঙরের।’ শুরুতেই হাসির খোরাক। ‘তার দুই চোখের মাঝাখানে এই এত্তো ফারাক। এক চোখ যদি তাকায় পুবে তো অন্য চোখ দেখে পশ্চিমে। এখানেও আপনার গল্পে গল্পে জানা হয়ে যাবে দুই হাঙরের কাণ্ডকারখানা। এখানে গল্পের শেষে একটা চমৎকার বার্তা দিয়েছেন। বন্ধ হতে হলে দরকার একটা ভালো মন।
বইটা লিখেছেন মীনা মিডিয়া এওয়ার্ডসহ বেশ কিছু পুুরস্কারে ভূষিত শিশুসাহিত্যিক সুমাইয়া বরকতউল্লাহ। বইটা পড়ে বাচ্চারা তো মজা পাবেই, বাচ্চাদের মায়েরাও পাবেন, বাবারাও পাবেন। যদি তাদের আমার মতো ‘বাচ্চা বাচ্চা’ একটা সবুজ মন থাকে। আর হ্যাঁ, এই লেখিকা যদি ‘ছোটদের প্রাণিবিজ্ঞান’ শিরোনামে কোনো সিরিজ লেখা শুরু করেন, সেটা অবশ্যই সুখপাঠ্য হবে। নিজে কোনো এককালে ওষুধের মতো প্রাণিবিজ্ঞান গুলে খেয়েছিলাম বলেই এমনটা বলছি। মজায় মজায় বিজ্ঞান শেখার পরিবেশ তৈরি করা খুবই দরকার।
—শাহরিয়ার মাসুম, লেখক

Giraffesana Cheu,Giraffesana Cheu in boiferry,Giraffesana Cheu buy online,Giraffesana Cheu by Sumaiya Borkotullah,জিরাফছানা চিউ,জিরাফছানা চিউ বইফেরীতে,জিরাফছানা চিউ অনলাইনে কিনুন,সুমাইয়া বরকতউল্লাহ্‌ এর জিরাফছানা চিউ,9789849169130,Giraffesana Cheu Ebook,Giraffesana Cheu Ebook in BD,Giraffesana Cheu Ebook in Dhaka,Giraffesana Cheu Ebook in Bangladesh,Giraffesana Cheu Ebook in boiferry,জিরাফছানা চিউ ইবুক,জিরাফছানা চিউ ইবুক বিডি,জিরাফছানা চিউ ইবুক ঢাকায়,জিরাফছানা চিউ ইবুক বাংলাদেশে
সুমাইয়া বরকতউল্লাহ্‌ এর জিরাফছানা চিউ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 114.75 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Giraffesana Cheu by Sumaiya Borkotullahis now available in boiferry for only 114.75 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন পেপারব্যাক | ১৬ পাতা
প্রথম প্রকাশ 2022-03-01
প্রকাশনী কিশোর কলম
ISBN: 9789849169130
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

সুমাইয়া বরকতউল্লাহ্‌
লেখকের জীবনী
সুমাইয়া বরকতউল্লাহ্‌ (Sumaiya Borkotullah)

সুমাইয়া বরকতউল্লাহ্। মাত্র ২৫ বছর বয়সী একজন লেখক। ইতোমধ্যেই এ লেখক শিশুদের জন্য গল্প লিখে অর্জন করেছেন চারবার জাতিসংঘের (ইউনিসেফ) 'মীনা মিডিয়া অ্যাওয়ার্ড'। এ ছাড়াও পাণ্ডুলিপি পুরস্কারসহ বেশ কয়েকটি স্বীকৃতি ও সম্মাননা তার ঝুলিতে রয়েছে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১১।

সংশ্লিষ্ট বই