Loading...

চিরকালীন নজরুল (হার্ডকভার)

স্টক:

২০০.০০ ১৬০.০০

একসাথে কেনেন

নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কিন্তু তিনি শুধু কবি নন, সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তাঁর প্রতিভার স্বাক্ষর রয়েছে। কী প্রবন্ধ, কী গল্প, কী নাটক, কী গান সর্বত্রই তিনি বিচরণ করেছেন অত্যন্ত সাবলীলভাবে। স্বদেশের প্রতি, স্বজাতির প্রতি তাঁর ভালোবাসা ছিল অপরিসীম। মানুষে মানুষে ভেদাভেদÑ ধর্মে ধর্মে হানাহানিতে ছিল তাঁর তীব্র আপত্তি। বিশ্বমানবের বেদনাকে তিনি হৃদয়ে লালন করেছেন। মোদ্দাকথা, তিনি ছিলেন একাধারে সাম্যবাদী, উদার ও দেশপ্রেমিক। নারীর প্রতি ছিল তাঁর গভীর শ্রদ্ধাÑ চেয়েছেন নারীকে মানুষ হিসেবে সত্যিকার মর্যাদা দিতে। প্রেম ও প্রকৃতি দুটোতেই তিনি ছিলেন একশো ভাগ রোমান্টিক; বিশুদ্ধ রোমান্টিক। তিনি উপলব্ধি করেছিলেন সৃষ্টির জন্য ভাঙন যেমন দরকার তেমনি গড়ার জন্য প্রয়োজন প্রেম-প্রীতি-ভালোবাসা। উল্লেখ্য পেশাগতভাবে সরকারি কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের একসময়ের তুমুল জনপ্রিয় ও বর্তমানে অবসরপ্রাপ্ত প্রফেসর এবং অধ্যক্ষ ড. দিল আফরোজ বেগমের কাজী নজরুলের গদ্যসাহিত্য নিয়ে পিএইচডি অভিসন্দর্ভ থাকলেও নজরুলকে নিয়ে তাঁর ভাবনার পরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে। তিনি দীর্ঘসময় দুরারোগ্য কর্কটরোগে আক্রান্ত হয়ে শারীরিক ও মানসিক বিপর্যয়ের কারণে অনেকটা স্তিমিত হয়ে পড়েছেন। তবুও ছড়িয়েছিটিয়ে থাকা তাঁর প্রবন্ধগুলোÑ ‘চিরকালীন নজরুল’ পাঠকের কাছে দেরিতে হলেও পৌঁছাল। পাঠকের আনন্দেই সার্থকতা।
Cirokalin Nazrul,Cirokalin Nazrul in boiferry,Cirokalin Nazrul buy online,Cirokalin Nazrul by Dr. Dil Afroza Begum,চিরকালীন নজরুল,চিরকালীন নজরুল বইফেরীতে,চিরকালীন নজরুল অনলাইনে কিনুন,ড. দিল আফরোজ বেগম এর চিরকালীন নজরুল,9789849567219,Cirokalin Nazrul Ebook,Cirokalin Nazrul Ebook in BD,Cirokalin Nazrul Ebook in Dhaka,Cirokalin Nazrul Ebook in Bangladesh,Cirokalin Nazrul Ebook in boiferry,চিরকালীন নজরুল ইবুক,চিরকালীন নজরুল ইবুক বিডি,চিরকালীন নজরুল ইবুক ঢাকায়,চিরকালীন নজরুল ইবুক বাংলাদেশে
ড. দিল আফরোজ বেগম এর চিরকালীন নজরুল এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 160.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Cirokalin Nazrul by Dr. Dil Afroza Begumis now available in boiferry for only 160.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন হার্ডকভার | ৮০ পাতা
প্রথম প্রকাশ 2021-03-10
প্রকাশনী অনিন্দ্য প্রকাশ
ISBN: 9789849567219
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

ড. দিল আফরোজ বেগম
লেখকের জীবনী
ড. দিল আফরোজ বেগম (Dr. Dil Afroz Begum)

ড. দিল আফরােজ বেগম। জন্ম ১৯৪৮। চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার বাড়বকুন্ডের মাদারীটোলা গ্রামে। বাবা মরহুম সিরাজুল মুস্তফা ছিলেন। রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা। মা মিসেস তৈয়বা মুস্তফা গৃহিণী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে বাংলায় বি.এ (অনার্স) ও ১৯৬৯ সালে এম.এ ডিগ্রি লাভ করেন। ১৯৯৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালের জানুয়ারি মাসে ঢাকা জগন্নাথ কলেজে প্রথম অধ্যাপনা শুরু । পরবর্তীতে ময়মনসিংহ আনন্দমােহন কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সিলেট এম.সি কলেজ এবং চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ ও সরকারি সিটি কলেজে অধ্যাপনা করেন। এছাড়া, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এবং চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের অধ্যক্ষ ছিলেন । বতর্মানে চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের অধ্যক্ষ। একমাত্র সন্তান আবু হেনা মােরশেদ জামান বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। । ছাত্রজীবন থেকেই লেখালেখির অভ্যাস। দীর্ঘ অধ্যাপনা জীবনে যেমন বহু কৃতী ছাত্র-ছাত্রীর গর্বিত শিক্ষক হয়েছেন, তেমনি তার সৃজনশীল লেখনী ধারার অজস্র প্রমাণ ছড়িয়ে। আছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত পত্র-পত্রিকা, লিটল ম্যাগাজিন ও ইতিমধ্যে প্রকাশিত তিনটি গ্রন্থে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার, চট্টগ্রামে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছেন। ঋজু শিক্ষক, কুশলী লেখক দিল আফরােজ বেগমের পেশা অধ্যাপনা, নেশা লেখালেখি, ভালবাসা তার ছাত্র-ছাত্রী আর সমূহ দুর্বলতা প্রিয় দুই উত্তর প্রজন্ম মাহির ও মাশফি ।।

সংশ্লিষ্ট বই