মানুষ আজ বড্ড ব্যস্ত শশের মতো। ঘুরছে কেবল চরকির মতো। কীসের যেন তাড়া তার। কোথায় যেন এক্ষুণি পৌঁছাতে হবে তাকে। চৌরপর দিনভর শুধু দৌড়াচ্ছে মানুষ। এইসব দৌড়ক্লান্ত মানুষের জীবনে কবিতার স্থান কোথায়? তাই প্রশ্ন উঠছে, নটে গাছটি মুড়োল, কবিতার দিন কি ফুরোল?
না, কবিতার দিন সম্ভবত ফুরাবে না। যতদিন আলো হাওয়া, গাছ, নদী, মাটি, মানুষ, প্রকৃতি থাকবে, তত দিন কবিতা থাকবে। কারণ কবিতার আরেক কাজ সময়কে ধরে রাখা। যতদিন সময় প্রবহমান আছে, তত দিন কবিতা আছে। সময় যেদিন থেমে যাবে, যেদিন থামবে কোলাহল, সেদিন কবিতার অনন্তযাত্রাও থামবে।
তার আগে পর্যন্ত কবিরা লিখে রাখবেন সময়কে। কবি রিক্তা রিচি এই বইয়ে সেই কাজই করেছেন। লিপিবদ্ধ করেছেন মূলত সময়কে। পৃষ্ঠায় পৃষ্ঠায় কালো অক্ষরের আড়ালে আপনি পাবেন সময়যাপন, সময়ক্ষেপণ, সময়ের আর্তনাদ, সময়ের আহ্লাদ।
ক্লেদাক্ত, পঙ্কিল, পাথুরে এক সময় পার করছি আমরা। সেই সময়কে আজ থেকে দশ বছর পর পেছন ফিরে দেখতে চাইলে এই বইয়ের দ্বারস্ত হতে হবে। কারন সময়ের নিরঙ্কুশ বয়ান আছে এই বইয়ে। আছে প্রেম, কাম, ভালোবাসা, মুগ্ধতা, অভিমান, আবদার। সন্ধ্যার অন্ধকারে মুখোমুখি বসে দু দণ্ড হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ভাষা আছে রিক্তা রিচির কলমে। হৃদয়কে শীতল করার মতো বহু পঙক্তি আছে এই বইয়ে। 'একদিন খুব ভোরে বিস্ময় চিহ্নের মতো তুমি চলে এসো, প্রতিদিন বালিশের পাশে দুঃখগুলো জমা রেখে ঘুমিয়ে যাই, আমার একটা ব্যক্তিগত তুই চাই, আমাকে লিখে রাখো ছেলে...।'
এমন কোমল আবদার যিনি করতে পারেন, তাঁকে লিখে না রেখে উপায় আছে?
রিক্তা রিচি এর আমাকে লিখে রাখো এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 210.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Amake likhe rakho by Rikta Richiis now available in boiferry for only 210.00 TK. You can also read the e-book version of this book in boiferry.