Loading...
রিক্তা রিচি
লেখকের জীবনী
রিক্তা রিচি (Rikta Richi)

রিক্তা রিচির জন্ম ৮ ই নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নবীপুর গ্রামে। ছোট থেকে ঢাকায় বসবাস। ২০১০ সালে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এস এস সি এবং ২০১২ সালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচ এস সি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনোমিকস কলেজের 'সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনরশীপ' বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি কর্মরত আছেন আজকের পত্রিকায়। রিক্তা রিচি কবিতা লিখতে ভালবাসেন। নিয়মিত লিখছেন বাংলাদেশের বিভিন্ন ম্যাগাজিন, পত্রিকা ও জাতীয় দৈনিকসহ ভারতের বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায়। ২০১৬ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ 'যে চলে যাবার সে যাবেই'। ২০১৮ সালে বইটির দ্বিতীয় মুদ্রণ বের হয়। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘অগ্রদূত অ্যান্ড কোম্পানি’ থেকে প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'বাতাসের বাঁশিতে মেঘের নূপুর'। ২০২০ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার তৃতীয় কাব্যগ্রন্থ ‘রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট’।