‘আল্লাহ আমার রব রবই আমার সব’ বইয়ের লেখকের কথা : সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্য । দরুদ ও সালাম রাসূল স. এর ওপর এবং তার সাহাবী ও পরিবারবর্গের ওপর । এই কিতাবে আল্লাহর কয়েকটি গুনবাচক নামের আলোচনা করা হয়েছে । আমি অধম এ কিতাবটি লিখেছি মহান শক্তিশালী রবকে নিয়ে যদি ও আমি দুর্বল,ক্ষমতাবান রবকে নিয়ে যদিও আমি অধম অক্ষম,সর্বজ্ঞানী আল্লাহকে নিয়ে যদিও আমি জ্ঞানহীন । আমি এই কিতাব এমনভাবে লিখার চেষ্টা করেছি যে,যাতে করে সর্ব-সাধারন লোক কিতাবটি বুঝতে পারে ,অসুস্থ ব্যক্তি যেন খাটে শুয়ে থেকেও কিতাবটি পড়তে পারে,চিন্তিত ব্যক্তি যেন চিন্তার মাঝে ও তা অনুধাবন করতে পারে এবং সমস্যাগ্রস্থ লোক ও তার বিপদের সময় পড়তে পারে । আমার বিশ্বাস,অন্তর আল্লাহর সাথে সম্পর্কিত,অন্তর আল্লাহ সম্পর্কে জানতে চায় । আল্লাহর ধ্যানে সেটি মগ্ন থাকে,তার ভালোবাসার মত্ত থাকে,তাকে ভয় করে,তার কাছে আশা করে । মূলত এগুলো হলো আখিরাতের সৌভাগ্যের মাধ্যমে,এগুলো দুনিয়ারও সৌভাগ্যর মাধ্যমে । চিন্তা-ভাবনা,ওয়াসওয়াসা বিপদ-আপদ সকল কিছু দূর হয়ে যাবে,যদি বান্দা তার অন্তরকেই সেই কাজে নিয়োজিত করে যে কাজের জন্য আল্লাহ অন্তর সৃষ্টি করেছেন । আল্লাহর সুন্দর নামগুলো একটি ঈমানী বিষয় । এগুলো বান্দাকে একাকিত্ব থেকে সেই মহান রবের দিকে ধাবিত করে । তার অন্তরকে আল্লাহর সম্মানে সিজদায় অবনত করে দেয় । তার আত্নাকে আল্লাহর ভালোবাসার ও ভয়ে পরিপূর্ন করে দেয় । আমি এ কিতাবের মাধ্যমে আল্লাহর দিকে পথ দেখানোর চেষ্টা করেছি । আমি বুঝানোর চেষ্টা করেছি আমাদের কাছে যা আছে তা অতি নগণ্য এবং আমার ভাই-বোনদের মাঝে এটি তুলে ধরার চেষ্টা করেছি যে,তিনি সকল ক্ষমতার মালিক,তার মর্যাদার অনেক বড়,তিনি পবিএ,তিনি সর্বশ্রোতা,তিনি সর্বদ্রষ্টা বিপদ থেকে উদ্বারকারী । আমি চেষ্টা করেছি এ কিতাবের মাধ্যমে অস্থির লোকদের অস্থিরত দূর করতে । যাদের মাথা ব্যাথা তাদের মাথায় হাত বুলিয়ে দিতে । আমি চেষ্টা করেছি আমার কথা দ্বারা ক্রন্দনরত লোকের কান্না দূর করতে । যারা কষ্টে আছে তাদের কষ্টের আগুন নিভিয়ে দিতে । আল্লাহর পরিচয় জানা না থাকলে আমরা ঠিকানাহীন মরুভূমির পথহারা যাত্রীর মতো । আমাদের দিনগুলো মরুর অগ্নিশিখায় জ্বলতে থাকবে এবং আমাদের অন্তর লাঠিমের মতো চারদিকে ঘুরতে থাকে তাঁর পরিচয় জানা,তার প্রতি বিশ্বাস আনা,তার ইবাদাত করা,তার প্রতি অনুগত হওয়া । এ সকল কিছু তোমার পছন্দনীয় করে নাও । তাহলে তুমি তাঁর থেকে পাবে ভালোবাসার,সৌভাগ্য এবং শান্তি ও হারানো পথ-নির্দেশনা । আর না হয় তুমি থাকবে ভ্রষ্টতা,সকীর্ণতা,কষ্ট.ধ্বংস ও বিপদের মাঝে পথহারা পথিকের মতো । আমার এই কিতাবটি নির্ভূল,এমন দাবি আমি করছি না; বরং আমি রবের কাছে নিজের জ্ঞানের স্বল্পতা ও অক্ষমতার মধ্যেও পরম সত্যকে তুলে ধরার চেষ্টা করছি । যদি এই কিতাবের মাঝে কোনো কল্যাণ থেকে থাকে তাহলে আল্লাহর কাছে প্রার্থনা,তিনি যেন লোকদেরকে সেটি অনুসরন করার তাওফীক দান করেন ।আর যদি এর বিপরীত হয় তবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমার জ্ঞানের স্বল্পতা ও অক্ষমতার জন্য । আমি তাঁর ক্ষমা সম্পর্কে জেনেছি নিশ্চয়ই তিনি পরম করুনাময় অতিশয় দয়ালু । আমি আল্লাহর কাছে বিশুদ্ব নিয়্যতের প্রার্থনা করছি,আমার কলম যে ভুলগুলো লিখেছে তিনি যেন তা ক্ষমা করে দেন এবং আমার অন্তর যে ভুলগুলো করেছে তিনি যেন তা মাফ করে দেন । সূচিপত্র : আস-সামাদ ( স্বয়ংসম্পূর্ণ )...................১৭ আল-হাফীয ( সংরক্ষণকারী )...............৩৮ আল-লাতীফ (অনুগ্রহকারী ).................৬২ আশ-শাফীয় ( সুস্থতাদানকারী )..............৭৮ আল-ওয়াকীল ( কার্য সম্পাদনকারী ) .....৯৭ আশ-শাকূর ( প্রতিদান দানকারী )……………..১২১ আল-জাব্বার ( প্রতাপশালী )…………………….১৪৩ আল-হাদীয় ( পথপ্রদর্শক ) ………………………১৬০ আল-গাফুর ( ক্ষমাশীল ) …………………………১৭৯ আল -কারীব (অতি কাছের আপন )……………১৯৯
আলি ইবনে জাবের আল ফাইফি এর আল্লাহ আমার রব রবই আমার সব এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 180.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। allaha-amar-raba-rabai-amar-saba by Ali Ibne Jaber Al Faifiis now available in boiferry for only 180.00 TK. You can also read the e-book version of this book in boiferry.