Loading...
রেহনুমা বিনত আনিস
লেখকের জীবনী
রেহনুমা বিনত আনিস (Rehanuma Binte Anis)

রেহনুমা বিনত আনিস জন্ম চট্টগ্রামে, শৈশব ঢাকায়, কৈশোর আবুধাবি ও ভারতে। বিয়ের পর আবার চট্টগ্রামে ফিরে আসা। বর্তমানে স্বামী ও দুই সন্তানসহ ক্যানাডায়। আদর্শবাদী ও জ্ঞানানুরাগী একটি পরিবারে বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই মুখচোরা। বইপোকা। ইংরেজিতে অনার্স মাস্টার্স। ছাত্রাবস্থায় চট্টগ্রামের সিজিএস ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা। মাস্টার্সের পর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ইংরেজি বিভাগে শিক্ষকতার অভিজ্ঞতা অনেক দিনের। ভালো লাগে বিশ্বসাহিত্য। অত্যধিক আগ্রহের ফলে জ্ঞানের মোটামুটি সব শাখাতেই অল্পবিস্তর বিচরণ। ছোটবেলায় ‘শিশু’ ম্যাগাজিনে ছোটদের লেখা পড়ে উদ্দীপ্ত হয়ে লেখালেখিতে হাতেখড়ি। পাঁচ বছর বয়স থেকে কবিতা লেখা দিয়ে সূত্রপাত হলেও প্রথম প্রকাশ নয় বছর বয়সে, আবুধাবির ‘ইয়াং টাইমস’ এবং ‘জুনিয়র নিউজ’-এ। ‘ইয়াং টাইমস’-এ নির্বাচিত লেখিকা হয়ে সামান্য পরিচিতি। এসএসসি’র পর দেশে ফিরে প্রথম বাংলায় লেখালেখি শুরু। পরবর্তী সময়ে বৃহত্তর অঙ্গনে পদচারণা, নানান কাজে সংশ্লি­ষ্টতা এবং শিক্ষকতার সুবাদে নানা রঙের অভিজ্ঞতা দিয়ে বোঝাই হয়েছে ঝুলি। সমাজের নানা সংগতি-অসংগতি নিয়ে ভাবনাটা আর দশজনের সাথে ভাগাভাগি করতে গিয়ে লেখালেখির বিস্তৃতি। পাঠকদের চিন্তাশীলতা জাগ্রত করতে পারাই এই প্রচেষ্টার সার্থকতা।