জন্ম ২৬ ফেব্রুয়ারি ১৯৭২, চট্টগ্রাম শহরে। আদি ডেরা ফটিকছড়ি উপজেলার পাইনদং ইউনিয়নের হাইদচকিয় গ্রামের আবদুল খালেক চৌধুরী বাড়ি (মহব্বত আলি মুন্সিবাড়ি)। কৈশোর থেকেই কবিতার সাথে গৃহস্থালি। লেখালেখি জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সাহিত্যপাতায় ও লিটলম্যাগে। পড়ালেখা শুরু চট্টগ্রাম কলেজ রোড—এ শিশু নিকেতনে; পরবর্তীতে চন্দনপুরা দারুল উলুম আলিয়া মাদরাসা থেকে স্নাতক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (১৯৯২) ও স্নাতকোত্তর (১৯৯৩)। ১৯৯৭ থেকে দীর্ঘ শিক্ষকতাজীবনে, এখন থিতু হয়েছেন বহুজাতিক সংস্থা ‘কাফকো’র শিক্ষাপ্রতিষ্ঠান কাফকো স্কুল এন্ড কলেজে। যৌবনে বাবা মরহুম আলমগীর চৌধুরী ও মা মরহুমা হোসনে আরা চৌধুরী দুজনই লেখালেখির সাথে জড়িত ছিলেন। তাঁদের রয়েছে গ্রন্থও। ভাইবোন সকলে আপন পরিচয়ে প্রতিষ্ঠিত : একজন চিত্রশিল্পী, একজন ডাক্তার, দুজন শিক্ষকতা পেশায়। স্বকালের অজ¯্র সংকলন, জার্নাল ও ওয়েভজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে তাঁর কবিতা, নিবন্ধ ও প্রবন্ধ। এভাবেই কাটে তাঁর গদ্য—পদ্য মুহূর্তগুলো।