Loading...
মাঈন উদ্দিন জাহেদ
লেখকের জীবনী
মাঈন উদ্দিন জাহেদ (Mayeen Uddin Jahed)

জন্ম ২৬ ফেব্রুয়ারি ১৯৭২, চট্টগ্রাম শহরে। আদি ডেরা ফটিকছড়ি উপজেলার পাইনদং ইউনিয়নের হাইদচকিয় গ্রামের আবদুল খালেক চৌধুরী বাড়ি (মহব্বত আলি মুন্সিবাড়ি)। কৈশোর থেকেই কবিতার সাথে গৃহস্থালি। লেখালেখি জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সাহিত্যপাতায় ও লিটলম্যাগে। পড়ালেখা শুরু চট্টগ্রাম কলেজ রোড—এ শিশু নিকেতনে; পরবর্তীতে চন্দনপুরা দারুল উলুম আলিয়া মাদরাসা থেকে স্নাতক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (১৯৯২) ও স্নাতকোত্তর (১৯৯৩)। ১৯৯৭ থেকে দীর্ঘ শিক্ষকতাজীবনে, এখন থিতু হয়েছেন বহুজাতিক সংস্থা ‘কাফকো’র শিক্ষাপ্রতিষ্ঠান কাফকো স্কুল এন্ড কলেজে। যৌবনে বাবা মরহুম আলমগীর চৌধুরী ও মা মরহুমা হোসনে আরা চৌধুরী দুজনই লেখালেখির সাথে জড়িত ছিলেন। তাঁদের রয়েছে গ্রন্থও। ভাইবোন সকলে আপন পরিচয়ে প্রতিষ্ঠিত : একজন চিত্রশিল্পী, একজন ডাক্তার, দুজন শিক্ষকতা পেশায়। স্বকালের অজ¯্র সংকলন, জার্নাল ও ওয়েভজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে তাঁর কবিতা, নিবন্ধ ও প্রবন্ধ। এভাবেই কাটে তাঁর গদ্য—পদ্য মুহূর্তগুলো।

মাঈন উদ্দিন জাহেদ এর বইসমূহ