Loading...
ফাদার মারিনো রিগন
লেখকের জীবনী
ফাদার মারিনো রিগন (Father Marino Rigon)

ফাদার মারিনাে রিগন মানবসেবায় নিবেদিত খ্রিস্ট সন্ন্যাসী। ফাদার রিগন নামেই তিনি সমধিক পরিচিত। নানাগুণে গুণান্বিত মানুষটি একাধারে অনুবাদক-সমাজসেবক-কারুশিল্প উদ্যোক্তা-শিক্ষাব্রতী-স্থাপত্যশিল্পী ও মুক্তিযােদ্ধা। এক কথায় অসাধারণ এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ইতালির ভেনিসের অদুরে ভিল্লাভেরলা গ্রামে ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি তার জন্ম। আট ভাই বােনের মধ্যে তিনি বাবা-মায়ের জ্যেষ্ঠ সন্তান। খ্রিস্টের মঙ্গলময় বাণী প্রচারের লক্ষ্যে ১৯৫৩ সালের ৭ জানুয়ারি বাংলাদেশে তার প্রথম। আগমন। কর্মসূত্রে দেশের নানা অঞ্চল ঘুরে অবশেষে স্থায়ী নিবাস গড়ে তােলেন সুন্দরবন। সংলগ্ন মােংলার শেলাবুনিয়া গ্রামে। বাংলার মাটিতে সমাহিত হওয়াই তার অন্তিম ইচ্ছা। ৫০ দশকের মাঝামাঝিতে তিনি কাজের সুবিধার্থে বাংলাভাষা শিখতে গিয়ে এদেশের সাহিত্যের প্রেমে পড়েন গভীরভাবে। শরৎচন্দ্র দিয়েই বাংলাসাহিত্যে তার প্রথম প্রবেশ। অতঃপর রবীন্দ্রসাহিত্যের সঙ্গে পরিচয়। পড়তে থাকেন রবীন্দ্রনাথের বহুমাত্রিক রচনাবলি। যত পড়েন ততই ভালাে লাগে। আর যত ভালাে লাগে ততােই পড়েন-এই ভালাে লাগা থেকেই রবীন্দ্রনাথের প্রতি নিবিড় ভালােবাসার জন্ম।। এভাবেই রবীন্দ্র-জীবনদর্শনে তিনি আপুতপ্রাণিত-মুগ্ধ।