Loading...
আইয়ুব হোসেন
লেখকের জীবনী
আইয়ুব হোসেন (Aiub Hossain)

লেখক, গবেষক ও সংবাদকর্মী আইয়ুব হোসেনের জন্ম নওগাঁয়। তরুণবয়সে প্রগতিশীল ধারার রাজনীতর সঙ্গ যুক্ত হন। মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত থেকে একজন সাহসী কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন। সক্রিয় ও সার্বক্ষণিকভাবে রাজনীতিতে তৎপর থাকার কারণে একাধিকবার কারাগারে অন্তরীণ থেকেছেন। পরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পর্কচ্ছেদ করলেও সাম্য সমাজের স্বপ্ন থেকে বিচ্যুত হননি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি লাভের পর পেশা হিসেবে সংবাদপত্র, বেসরকারি উন্নয়ন ও গবেষণার সংস্থা এবং বাংলাদেশ শিশু একাডেমীতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সংবাদকর্মী হিসেবে কর্মরত। পাশাপাশি লেখালেখি ও সামাজিক গবেষণায়ও নিবিষ্ট। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে দেশের বিশিষ্ট স্বশিক্ষিত দার্শনিক আরজ আলী মাতুব্বরের রচনাসমগ্র তিন খণ্ডে সম্পাদনা ও জীবনী রচনা। এ যাবৎ প্রকাশিত হয়েছে প্রায় সত্তরটি গ্রন্থ এবং পনেরটি গবেষণাপত্র। তিনি প্রথা ও প্রত্ম নামের দুই সন্তানের জনক।

আইয়ুব হোসেন এর বইসমূহ