জীবনচক্রের আবর্তন ধারায় মহাপদ্ম জিজ্ঞাসা নিয়ে জন্ম নেয় প্রতিটি শিশু। তেমনি কবিও একজন, তার ঘুরতে থাকা চলমান জিজ্ঞাসার উত্তর খুঁজতে কখনাে গিয়েছেন মায়ের কোলে কখনাে হেঁটেছেন সমাজের গলিতে, প্রকৃতির গভীরে, বিশ্বাসের গন্ধে আবার কখনাে বা প্রেমিকার ভালােবাসায়। ইতিহাসের স্বরূপ সন্ধানে ঘুরে বেড়িয়েছেন দেশ-দেশান্তরে। স্বাধীনচেতা মনােভাবের সুতা কাটতে কাটতে কবি আবুল হাসান চোখ মেলেছেন চলমান সত্যের কাব্য নকশি কাঁথায়। কবিতাগুলাের শব্দদৃশ্য অনুধাবন করলে আপনি প্রাণ ও প্রকৃতির অঙ্কের খানিকটা মীমাংসা উপলব্ধি করতে পারবেন। কবি ও স্থপতি আবুল হাসান ৭ জুলাই ১৯৭৪ ঢাকায় জন্মগ্রহণ করেন। পিতা খান মােহাম্মদ বদরুল আলম। পৈতৃক ভিটা কুষ্টিয়ার হাতিয়ায়। ১৯৮০-১৯৯৩ সাল পর্যন্ত তার স্কুল ও কলেজ জীবন অতিবাহিত হয় সেন্ট প্যাট্রিক গ্রামার স্কুল, বাড়া আলাতুন্নেসা হাই স্কুল এবং সরকারি বিজ্ঞান কলেজে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থাপত্যে অধ্যয়নকালে সাহিত্যের প্রতি অনুরাগ থেকেই আজকের এই কাব্যযাত্রা প্রাণ কাব্যের অঙ্ক কাব্যগ্রন্থ। স্থাপত্যের শ্রীবর্ধনের পাশাপাশি বনসাই শিল্পের সাথে নিজ প্রাণের অঙ্ক সংযুক্ত করেছেন।