ইফতেখার হালিমের জন্ম ১৯৬২ সালের ১৭ই ফেব্রæয়ারি। পিতা মো. আবদুল লতিফ ও মাতা হাজেরা খাতুন। পৈতৃক নিবাস ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার বৃ-কাঠালিয়া গ্রামে। সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং গৌরীপুর কলেজ হতে এইচএসসি পাস করেন। সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ (নৈশ) হতে ডিএইচএমএস পাস করেন। দুই ভাই ও ছয় বোনের মধ্যে তিনি সবার বড়। ইফতেখার হালিম নামে কবি পরিচিতি পেলেও তাঁর প্রকৃত নাম মো. আবদুল হালিম। বর্তমানে তিনি রেলভবন, ঢাকায় কর্মরত আছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০টি।