Loading...
ইফতেখার শুভ
লেখকের জীবনী
ইফতেখার শুভ (Iftekhar Shuvo)

"ইফতেখার শুভ জন্ম ১৯৮৮ সালে যশোর শহরে।পারিবারিক কারনে কিছুসময় নিউইয়র্ক এ অবস্হান করলেও লেখালেখি ও বাংলাদেশের টানে একাকী ফিরে আসেন বাংলাদেশে।বর্তমানে তিনি নাটক নির্মাণের সাথে জড়িত।ব্যাচেলর ডট কম ধারাবাহিক নাটক (একুশে টিভি)সহ নির্মান করেছেন আরো বেশ কিছু নাটক।উল্লেখযোগ্য ক্রিকেট ফ্যান্স ক্লাব(চ্যানেল আই),থিওরী অব লাভ(আরটিভি),একজন বাবার গল্প(আরটিভি),ভিলেজ কাপ(দীপ্ত),অলৌকিক বিবাহ যাত্রা (চ্যানেল আই)ইত্যাদি ।২০০৬ সালের একুশে বই মেলাতে তার লেখা “স্রষ্টার অস্তিত্ব “ প্রবন্ধ প্রকাশিত হয়।২০১৯ এর বই মেলাতে “মি: সল্যুশন ম্যান” উপন্যাস প্রকাশিত হবে।অন্য প্রকাশের ব্যানারে বই মেলা সহ সারাদেশে পাওয়া যাবে “মি: সল্যুশন ম্যান”।উপন্যাসের গল্প টা রম্য গোয়ান্দা ও রোমান্টিক ঘরনার।তরুন ও যুবক বয়সের দুখ কষ্ট আনন্দ রসাত্নকভাবে প্রকাশ পেয়েছে গল্পে।"

ইফতেখার শুভ এর বইসমূহ