Loading...
ইকবাল হোসেন
লেখকের জীবনী
ইকবাল হোসেন (Iqubal Hossain)

কবি ইকবাল হােসেন কাব্যিক প্রতিভায় এক অনন্য নাম। ১লা মার্চ, ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। পিতা: মরহুম এ.বি.এম. হানিফ মণ্ডল, মাতা: মােছাম্মৎ রাজিয়া সরকার, গ্রাম: সােনাকর, থানা: শ্রীপুর, জেলা: গাজীপুর। কিশাের বয়স থেকেই তিনি কবিতা, গান ও ছােটগল্প লিখতে শুরু করেন। বিভিন্ন দেয়াল পত্রিকা এবং দৈনিক পত্রিকায় তার অসংখ্য কবিতা ও বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। CG তিনি শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে এস.এস.সি, শ্রীপুর ডিগ্রি কলেজ । থেকে এইচ.এস.সি. এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে। সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাছাড়া তিনি ব্যাংকিং যােগ্যতা সনদ ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড-এর টঙ্গী শাখা, গাজীপুরের । ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হিসেবে কর্মরত আছেন। অবসরে । ভ্রমণ করা, দাবা খেলা, গান ও লেখালেখি করা তার শখ। ইতােপূর্বে তার দুটি কবিতার বই-‘নীলা’ ও ‘মায়াজাল’ এবং একটি উপন্যাস ‘ষােল বছর । পর' প্রকাশিত হয়েছে। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার-২০১৪, এবং নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক-২০১৫ লাভ করেন। কত কথা মনে’ কাব্যগ্রন্থ তার চতুর্থ সাহিত্য প্রকাশনা। আমরা এই প্রতিভাবান কবির জীবন সাফল্য কামনা করি।।

ইকবাল হোসেন এর বইসমূহ