আহমেদ মুসা। জন্ম ১৯৯৩ সালের ২৯ জানুয়ারি ঝিনাইদহ জেলার সদর উপজেলায়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষে প্রাণের দাবি ই বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে স্নাতক (সম্মান) এ অধ্যয়নরত। জীবনের প্রতি অনিহা, সুতীব্র একাকীত্ব, নিয়ন্ত্রণাধীন আত্মদহন আর দ্রোহ মিলে যে অবয়ব তা সুপ্রাচীন জৈবিক ব্যথা এবং বিচ্ছেদ উপলব্ধির পর নিজস্ব চূড়ান্ত নিরবতা, অনাকাঙ্ক্ষিত দূরত্ব বিছিয়ে দেওয়া অপার্থিব আগুন যা কবিতা মেনে নেয় অন্তহীন নিঃসঙ্গতা, নিজেকে আড়াল করা মৃত্যুময় শূন্যতা-সেখানে। তৃষ্ণার্ত আকুলতায় মুঠো ভর্তি স্পর্শহীন অনুভূতিগুলােও চিৎকার করে কথা বলতে চায়। সেই সব অনুভূতির সম্মিলিত শব্দজট নিয়ে প্রথম কাব্যগ্রন্থ ‘আততায়ী দৃশ্যকাব্য’ দিয়ে যাত্রা শুরুর পর এবারের সংযােজন ‘আত্মঘাতী সন্ধ্যার কবলে।