অধ্যাপক ডা. মাে. শারফুদ্দিন আহমেদ বর্তমান সময়ের দক্ষ চক্ষু বিশেষজ্ঞ, মাইক্রোসার্জন ও অনুলােপ্লাস্টি সার্জন। জন্ম ১৯৫৬ সালে গােপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘারহাট গ্রামে। ১৯৮২ সালে এমবিবিএস এবং ১৯৮৫ সালে চক্ষু বিষয়ে পােস্টগ্রাজুয়েশন গ্রহণ করে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে দক্ষতার সাথে চাকরি করে বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি চোখের ছানি, নেত্রনালী, গ্লুকোমা, কর্নিয়া সংযােজন ছাড়াও বিশেষতঃ অনুলােপ্লাস্টি সার্জন (ট্যারা চোখ, চোখের পাতায় সার্জারি) হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এ স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক । ৭১ এর মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ৭৮ এর পেশাজীবীদের পে-কমিশন আন্দোলন করেন । ১৯৮৮-৯১ দেশের সকল চিকিৎসক সমাজের জাতীয় সংগঠন বিএমএ এর অফিস সেক্রেটারি হিসাবে স্বৈরাচার বিরােধী আন্দোলনে সক্রিয়ভাবে অকুতােভয় সৈনিক হিসাবে কাজ করেছেন । এছাড়াও তিনি বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ও পর পর দু’বার নির্বাচিত কোষাধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি বিএমএ এর মহাসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চেয়ারম্যান। বাংলাদেশের চক্ষু চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে তিনি ব্যক্তিগতভাবে ও সরকারিভাবে ইউরােপ, আমেরিকা, জাপান, সিঙ্গাপুর ও ভারতসহ এশিয়ার অধিকাংশ দেশ সফর করেছেন। চোখের বিভিন্ন রােগ ও তার প্রতিকার সম্পর্কে জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও স্বাস্থ্য বিষয়ক পত্রিকায় অসংখ্য লেখা ছাপা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত মেডিক্যাল জার্নালে তার ৩০টিরও বেশি প্রবন্ধ ছাপা হয়েছে। তিনি তিন ছেলের পিতা। তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের ডার্মাটোলজি বিভাগের সহঃ অধ্যাপক।