Loading...
অধ্যাপক ডা. এ. কে. এম ফজলুল হক
লেখকের জীবনী
অধ্যাপক ডা. এ. কে. এম ফজলুল হক (Professor Dr. A. K. M Fazlul Haque)

অধ্যাপক ডা. এ.কে.এম ফজলুল হক। জন্ম ২৫ জানুয়ারি ১৯৫৮ সাল, পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ থানাধীন গাজিপুরা গ্রামে। ১৯৮২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এণ্ড সার্জন্স (বিসিপিএস) থেকে সার্জারীতে এফসিপিএস লাভ করেন। এরপর ১৯৯৪ সালে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯৫-৯৬ সালে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এক বছরের নিবিড় প্রশিক্ষণ নেন। ২০০০ সালে কলােরেক্টাল সার্জারী চিকিৎসায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি আমেরিকান সােসাইটি অব কোলন এণ্ড রেকটাল সার্জন্স কর্তৃক প্রদত্ত ইন্টারন্যাশনাল স্কলার এওয়ার্ড এ ভূষিত হন। উক্ত এওয়ার্ড বিশ্বব্যাপী (যুক্তরাষ্ট্র ও কানাডা ব্যতীত) প্রতিযােগিতার মাধ্যমে প্রতিবৎসর শুধুমাত্র একজন সার্জনকে দেয়া হয়। অধ্যাপক ডা. হক এশিয়ার মধ্যে তৃতীয় এবং বিশ্বব্যাপি সপ্তম সার্জন যিনি এই সন্মান অর্জন করেন। একই বছর তিনি যুক্তরাষ্ট্রের লাহি ক্লিনিক (বােস্টন), ক্লিভল্যান্ড ক্লিনিক (ওহাইও), মায়াে ক্লিনিকে (মিনেসােটা) প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি ভিজিটিং লেকচার দেয়ার সুযােগ লাভ করেন। পাইলস, ফিস্টুলা, এনাল ফিশারসহ পায়ুপথের বিভিন্ন রােগ সম্পর্কে ইতােমধ্যে তিনি বাংলাদেশ, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, নেপাল, যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কোরিয়ার বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহন এবং বহুসংখ্যক বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করেন। ২০১১ সালের ১৯-২১ জুন ইতালীর রােমে বৃহদন্ত্র, পায়ুপথ ও তলপেটের রােগের উপর (4th World Congress of Coloproctology and pelvic diseases) চতুর্থ বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। ডা. হক উক্ত সম্মেলনে আমন্ত্রিত বক্তা (Invited Speaker) হিসেবে যােগদান করেন। উক্ত সম্মেলনে তিনি ৮ বৎসরে করা তার ২৫৬৫ টি লংগাে অপারেশনের (মলদ্বার না কেটে পাইলস অপারেশনের) অভিজ্ঞতা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন করেন। উক্ত সম্মেলনে পাইলসের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির উপর গােল টেবিল (Round Table) বৈঠকে বিশ্বের পাঁচটি মহাদেশ থেকে নির্বাচিত ১১ জন বিশেষজ্ঞ সার্জনের মধ্যে ডা. হক অন্যতম।

অধ্যাপক ডা. এ. কে. এম ফজলুল হক এর বইসমূহ