Arif Hasan জন্ম ৭ অক্টোবর ১৯৭৭ । গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্ৰীপুর থানায়। গ্রামের নাম গোপালপুর। বাবার নাম গোলাম মুহাম্মদ বিশ্বাস, মা'র নাম সুফিয়া মুহাম্মদ। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছেন। ১৯৯৯ সালে । লেখালেখির শুরু ১৯৮৮ সালে । প্রথম লেখা ছাপা হয়। দৈনিক বাংলাবাজার পত্রিকার ছোটদের পাতা হইচই’-এ। প্রথম বই প্ৰকাশ ২০০৬ সালে। যা কিছু লেখেন ছোটদের জন্যই লেখেন । গদ্য-পদ্য উভয় মাধ্যমেই সমান পারদশী । দীর্ঘ দিন ধরে শিশুতোষ ছড়া লিখছেন ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, ভোরের কাগজ, আমার দেশ, যায়যায়দিন, আজকের কাগজ, শিশু, নবারুণ, ছোটদের পত্রিকা, অনলাইন পত্রিকা বিডি নিউজের 'কিডস” এবং কিশোর ভুবন-এ। সমানতালে লিখে চলেছেন বিভিন্ন বিষয়ের উপর মজাদার সব ফিচার। শিশুতোষ বইয়ের অনুবাদেও দারুণ দক্ষ। বিশ্ববিদ্যালয় জীবন থেকে সাংবাদিকতার হাতেখড়ি। শুরুটা প্রথম আলো দিয়ে। অনার্স পাস করার আগ পর্যন্ত কাজ করেছেন। ওখানেই বর্তমানে একটি শীর্ষস্থানীয় দৈনিকে সাব-এডিটর হিসেবে কর্মরত। স্ত্রী সাহিদা শিল্পী ইউসেপ বাংলাদেশ-এ কর্মরত। ২০০৬ সালের অক্টোবরে পুত্ৰ সন্তানের বাবা হয়েছেন। ছেলের নাম অভীক হাসান ।